
উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: এবার নড়াইলে বাবার হাতে ছেলে খুন। এখন যে ভয়-ভীতি-আতঙ্কের মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। এই মৃত্যু পুরীর অবসান কে ঘটাবে? সৎ মা ও বাবা মিলে ৭ বছরের শিশু সন্তান রমজানকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আসলেই কি পিতার কোলে শিশুদের নিরাপদ আশ্রয়, নড়াইলে রমজান নামের এক শিশু স্কুলে গেলেও ডোবায় পাওয়া গেল শিশু রমজানের মরদেহ এক শিশুর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, জেলার সিঙ্গা গ্রামের একটি গর্থ থেকে শিশু রমজানের (৭) মরাদেহটি উদ্ধার করা হয়। সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী খুন রমজান শেখ ওই গ্রামের ইলিয়াস শেখের ছেলে বলে জানাযায়। থানার ওসি মোকাররম হোসেন জানান, সকালে স্কুলে যায় শিশু রমজান। স্কুল শেষে বাড়ি না ফেরায় স্বজন”রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি গর্থে তার মরাদেহ দেখে পুলিশে খবর দেয়া স্থানীয়”রা। পরে পুলিশ মরাদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। তিনি আরো বলেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাÐ, না অন্য কারণে রমজানের মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদনের পর জানা যাবে। এদিকে রমজানের খালা লাকি বেগম জানান, প্রায় চার বছর আগে রমজানের মা মাবিয়া বেগম অসুস্থতার কারণে মারা যান পরে রমজানের বাবা আবারও বিয়ে করেন, রমজান সৎ মায়ের সংসারে থাকতো। লাকি বেগম অভিযোগ করে বলেন, রমজানের সৎ মা রমজানকে হত্যা করে গর্থে ফেলে দিয়েছে আমি আমার বোনের ছেলে হত্যার বিচার চাই।






