
সাহানুর রহমান,রংপুর:রংপুরের মিঠাপুকুরে ধানক্ষেত থেকে আজগার আলী(৫২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার, ১১ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের হর নারায়নপুর শিমুল বাজার সংলগ্ন ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আজগার আলী, হর নারায়নপুর শিমুল বাজার এলাকার আলিফ উদ্দিনের ছেলে। সে কৃষিকাজ করতো।স্থানীয় লোকজন জানান, সকালে গলায় গামছা পেঁচানো এক ব্যক্তির মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।তবে আজগর আলীর স্ত্রী শরিফা বেগম ও তার সন্তানেরা বাড়িতে তালা লাগিয়ে উধাও হওয়ছেন ।
মিঠাপুকুর থানার (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।






