তুরাগ তীর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

0
267
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান : ঢাকার চারপাশের নদ নদী দখলমুক্ত করতে বৃহস্পতিবার উত্তরা সুইচগেইট ,কামারপাড়া ও টঙ্গীর তুরাগ নদের দুই তীর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের প্রায় ৫ শতাধিক পাকা ও কাঁচা ঘর গুঁড়িয়ে দিয়েছে বিআইডবিøউটিএ। উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড একজনকে ২ লাখ টাকা জরিমানা ও তিন মাসের জেল, একজনকে এক বছরের জেল এবং আরেকজনকে ছয় মাসের জেল ও দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । ৬ মাস আগে একই স্থানে উচ্ছেদ করা হলেও প্রবাশালীরা দখল করে কাঁচা বাজার এবং ভবন নির্মাণ করে। উচ্ছেদ করা স্থাপনা নিলামে বিক্রি করে দিয়েছে বিআইডবিøউটিএ বিআউডবিøউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিম বলেন, যারা পুনরায় দখল করেছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। এই অভিযানে জরিমানা ও সাজার পরিমাণ দিগুণ হবে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকান প্রতি দৈনিক ১ হাজার টাকার উপর ভাড়া গুনতে হতো তাদের। টাকা সংগ্রহ করতেন রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি । বিআইডবিøটিয়ের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব-উল ইসলাম বলেন নদী ঘিরে সরকারের যে পরিকল্পনা তা বাস্তবায়নে উদ্ধার হওয়া জমি যেন পুনর্দখল না হয় সেই বিষয়ে করো কঠোর অভিযানের ঘোষণা দেন তিনি বলেন, ঢাকা শহরের চারপাশে ওয়াকয়ে এবং নদীর পাড় বাঁধাই হয়ে গেলে আমরা এগুলো মেন্টেইন করতে পারবো। উদ্ধার হওয়া প্রায় ১০ একর জমির মাটি এবং স্থাপনা প্রায় ৭৫ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। নির্ধারিত সময়ে তা অপসারণ না করা হলে নিলাম গ্রহীতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছে বিআইডবিøউটএ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here