টঙ্গীতে ৬৮জন প্রতিবন্ধী ও দু:স্থদের চাকুরী নিয়োগদান

0
416
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর ও শারিরীক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বান কেন্দ্র গাজীপুর-টঙ্গী কর্তৃক আয়োজিত এবং এ্যাকশন এইড, বাংলাদেশ ও এ্যাকসেস টু ইনফরমেশনের সহযোগিতায় চাকুরী মেলা ২০১৯ ইআরসিপিএইচ টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইআরসিপিএইচ উপ পরিচালক মো: ফখরুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফরের পরিচালক আবু মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপ পরিচালক মো: হাবিবুর রহমান, উপ পরিচালক হরিশ চন্দ্র বিশ^াস, গাজীপুর উপ পরিচালক এস এম আনোয়ারুল করিম। এ সময় আরো উপস্থিত ছিলেন, খোরশেদা আকতার রোজী, ফেরদৌসী আক্তার, মেহেদী আল মাসুদ, মো: আব্দুল্লাহ আল মামুন, মো: সাইদুর রহমান, রাবেয়া খাতুন, মো: ইদ্রিস আলী প্রমুখ।
বক্তারা বলেন, গাজীপুর বিশেষ শ্রেণী জেলা। এখানে প্রচুর শিল্পকলকারখানা রয়েছে। এখানে কোন লোক বেকার থাকার কথা না। শারিরীকভাবে যারা পিছিয়ে আছে তারাও যেন কোন বেকার না থাকে তার জন্য এই চাকুরী মেলার আয়োজন করা হয়েছে। আমরা তাদের পাশে দাঁড়াবো সবসময়। তাদের সকলের সহযোগিতায় এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে ৬৮জন প্রতিবন্ধী ও দু:স্থদের চাকুরী নিয়োগ পত্র প্রদান করা হয়। মৈত্রী শিল্প, আরএফএল গ্রæপ, প্রাণ গ্রæপ, ভিয়েলা টেক্স, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লি:, অনন্ত গ্রæপ, পিম কি লি:, বেলী সীমা গ্রæপ, ট্রিপল জি, সামস্ গ্রæপ এ প্রতিষ্ঠানগুলো চাকুরীমেলায় স্টল প্রদান করে এবং চাকুরী প্রার্থী প্রতিবন্ধী ও অন্যান্য শিক্ষার্থীদের নিকট থেকে ১৫০এর সিভি সংগ্রহ করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here