
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে তৃতীয় বারের মত মঙ্গলবার সকাল থেকে টঙ্গী তুরাগ পাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের ম্যাজেস্টেট আরিফুর রহমান ও হাবিবুর রহমান হাকিম এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরিচালিত করা হয়েছে। এর আগেও দুই বার এই ভবনটিসহ আশপাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডে এই জমিটুকু গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস সরকারের মাধ্যমে ২০১৯ সালে জমি কিনে ভবন নির্মাণ করে। তবে এই জমি নিয়ে মামলা চলমান রয়েছে। আমাদের সাথে প্রতারণা করে পানি উন্নয়ন বোর্ডের এই জমি বিক্রয় করা হয়। নৌ-পরিবহন মন্ত্রনালয়ের ম্যাজিস্টেট আরিফুর রহমান জানান, পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উদ্ধার করা হবে। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।






