টঙ্গীতে ঋণের দায়ে যুবকের আত্মহত্যা

0
287
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিভিন্ন মানুষের কাছ থেকে সুদের উপর নেয়া ঋণের টাকা পরিশোধের যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। তার নাম মামুন (২৫)। মঙ্গলবার টঙ্গীর আরিচপুরের আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তার দেশের বাড়ি নান্দিনা গ্রামের জামালপুর জেলায়। পিতার নাম আবু বক্কর সিদ্দিক। টঙ্গী পূর্ব থানার এসআই রাজিব হোসেন নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে। টঙ্গী থানার কর্মকর্তা জাহিদুল ইসলাম নিহতের আত্মীয়স্বজনের বরাত দিয়ে জানান, নিহত মামুন কোন কাজ না পেয়ে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। স্ত্রী শারমিন আক্তার কাজ করেন স্থানীয় একটি পোশাক কারখানায়। তাদের দুটি সন্তানও রয়েছে। স্ত্রীর টাকায় সংসার চালাতে না পেরে অভাবের কারনে মামুন এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে সুদের উপর টাকা ঋণ করেন। মানুষজনের কাছ থেকে নেয়া ঋণের টাকা সময় মতো সুদসহ পরিশোধ করতে পারছিলেননা তিনি। মানুষজনের কাছ থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে মামুন তার স্ত্রী ও নিজের নামে বিভিন্ন এনজিও সহ আরও কয়েকটি সংস্থা থেকে চড়া সুদে ঋণ নেন। এভাবে মামুন বিপুল পরিমান টাকা ঋণগ্রস্থ হয়ে পড়েন। এ অবস্থায় ঋণের টাকা সুদসহ মাসিক কিস্তি কোনভাবেই মামুন পরিশোধ করতে পারছিলেন না। ঋণের টাকা পরিশোধের যন্ত্রণায় বিভিন্ন সময়ে পাওনাদাররা তাঁর বাড়িতে গিয়ে হানা দিতে শুরু করে। পাওনাদারদের তাগাদায় বাড়ি ছেড়ে পালিয়েও রক্ষা পাননি মামুন। মামুনকে বাসায় না পেয়ে পাওনাদাররা তার স্ত্রীকে জ্বালাতন করতে শুরু করে। এ নিয়ে মামুনের সঙ্গে তার স্ত্রীর ঝগড়াঝাঁটি হতো প্রতিনিয়ত। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঋণের টাকা নিয়ে মামুনের কথা কাটাকাটির এক পর্যায়ে মামুন নিজ ঘরের ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here