ঈদের পূর্বে ক্ষতিগ্রস্থ হকারদের সরকারি অনুদানসহ ফুটপাতে বসার অনুমতি দিতে হবে

0
181
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঈদের পূর্বে সর্বস্বহারা হকারদের সরকারি আর্থিক অনুদান ও খাদ্য সহায়তাসহ ফুটপাতে ব্যবসা করার অনুমতি দিতে হবে। যাতে করে ক্ষতিগ্রস্থ হকাররা পরিবার পরিজন নিয়ে জীবন-জীবিকা রক্ষা করতে পারে। বিভিন্ন খাতে সরকার প্রণোদনা সহায়তা ঘোষণা করলেও হকারসহ অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমজীবীদের জীবিকা সুরক্ষায় সরকারি প্রণোদনা সহায়তা ঘোষণা করতে হবে।
আজ ১০ মে ২০২০, সকাল ১১টায় বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে হকার নেতৃবৃন্দ এই আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আবুল হোসাইন। বক্তাব্য রাখেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা কামাল সিদ্দিকী, হারুন-অর-রশিদ, আরিফ চৌধুরী, সাইজুদ্দিন মিয়া, এম এ খায়ের, আব্দুল মান্নান, তাজুল ইসলাম, নজরুল ইসলাম নসু, বিউটি বেগম প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, হকাররা বর্তমানে এক মানবেতর জীবন-যাপন করছেন। এদের সুরক্ষায় ঢাকা সিটি কর্পোরেশনসহ প্রশাসনের পক্ষ থেকে কোন সহায়তা দান করেনি। অথচ হকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ৪ হাজার ৬০ জন হকারদের তালিকা প্রণয়ন করে গত ৪ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের বরাবর পেশ করা হয়। উক্ত আবেদন পত্রে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ হকারদের ১০ হাজার টাকা অনুদান ও খাদ্য সহায়তাদানের আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ ব্যাপারে হকার নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তারা বলেন, ক্ষতিগ্রস্থ হকাররা বেঁচে থাকার জন্য সরকারের কাছে আবদেন করেছে। কিন্তু সরকার সে আবেদন উপেক্ষা করে হকারদের বাঁচার লড়াইয়ের জন্য রাজ পথে নামতে বাধ্য হবে। যা কারই কাম্য নয়। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে নেতৃবৃন্দ আশা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here