নমুনা সংগ্রহে বুথ স্থাপন করায় স্বস্তি

0
167
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় বুথ বসিয়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হচ্ছে। সরকারের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয় একাধিক বেসরকারি সংস্থা। এসব বুথ চালুর ফলে মানুষের মধ্যে করোনাভাইরাস পরীক্ষার হয়রানি যেমন কমেছে তেমনি একক কোনো স্থানে একসঙ্গে বহু মানুষের ভিড় এড়ানোও সম্ভব হচ্ছে। এ ক্ষেত্রে নমুনা সংগ্রহকারীর সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গত বুধবার এক অনুষ্ঠানে জানিয়েছেন, চিকিৎসক ও নার্সের পাশাপাশি টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়াও চলছে।
রাজধানীর বাসাবোর বাসিন্দা তারিকুল ইসলাম বলেন, ‘চার দিন বহুভাবে হটলাইনে কল করেও নমুনা দিতে পারছিলাম না। আইইডিসিআর থেকে কেউ আসেনি। এর মধ্যেই আমাদের এখানে বুথ বসানো হয়। খবর পেয়ে পরিবারের তিনজন গিয়ে নমুনা দিয়ে এসেছি, আলাদা আলাদা সময়ে। এই ব্যবস্থাটি খুবই ভালো। কোনো হয়রানি নেই। সংক্রমণের ভয়ও কম। এলাকায় এলাকায় এমন বুথ আরো বাড়ানো দরকার।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গণমাধ্যমকর্মী বলেন, হালকা উপসর্গ থাকায় খুব টেনশনে পড়ে গিয়েছিলেন তিনি। পরীক্ষা করাতে বিভিন্নভাবে চেষ্টা করছিলেন। কিন্তু উপায় পাচ্ছিলেন না। আইইডিসিআর থেকে বারবারই বলা হচ্ছিল এখন আসছি-তখন আসছি। পরীক্ষার আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। একপর্যায়ে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে বুথ বসানো পর সেখানে গিয়ে নমুনা দিয়ে এসেছেন।
যদিও সময় নিয়ে কেউ কেউ পরামর্শ দিয়ে বলেছেন, নমুনা সংগ্রহ যদি বিকেল পর্যন্ত বাড়ানো যায় তবে অনেকের জন্যই ভালো। আরো বেশি মানুষ এক দিনে নমুনা দিতে পারবে।
দেশে করোনাভাইরাস শনাক্ত কার্যক্রমে যুক্ত বিভিন্ন পর্যায়ের সূত্র থেকে জানা যায়, ২১ জানুয়ারি থেকে দেশে করোনা পরীক্ষা শুরু হয়। প্রথমে যা চীনের উহান ফেরতদের মধ্যে সীমাবদ্ধ ছিল। সেই থেকে গত বুধবার পর্যন্ত ১১২ দিনে দেশে নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৪৪ হাজার ৫৩৮টি। এই সময়ে প্রথম প্রায় আড়াই মাস এককভাবে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সারা দেশে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। তখন নমুনা পরীক্ষা কেবলই ক্লাস্টার বা যেখানে সংক্রমণ সেখানকার মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাতে নমুনা সংগ্রহ পর্যাপ্ত না হওয়া, পরীক্ষা কম হওয়া, আগ্রহীদের ভোগান্তি, হটলাইনে কল করে না পাওয়া, বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করতে দেরি—এমন সব হয়রানির কারণে বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় অসন্তোষ। পরে এই পদ্ধতি থেকে সরে এসে সরকারের উদ্যোগে একে একে সরকারি-বেসরকারি মিলিয়ে গতকাল পর্যন্ত মোট ৪১টি প্রতিষ্ঠানে চালু করা হয় পরীক্ষা কার্যক্রম; ঢাকায় ২০টি, ঢাকার বাইরে ২১টি। এই কার্যক্রমে সহায়তার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের আহ্বানে সাড়া দিয়ে প্রথমে ওভাল গ্রুপ এগিয়ে আসে। তার পরই যুক্ত হয় বেসরকারি সংস্থা ব্র্যাক।
ব্র্যাক প্রথমে ঢাকা ও পরে পর্যায়ক্রমে সারা দেশে এমন নমুনা সংগ্রহ বুথ বসানোর পরিকল্পনা নিয়েছে। তারা এরই মধ্যে ঢাকায় ৩৩টি বুথ স্থাপন করেছে। এখন পর্যন্ত ঢাকায় ১৯টি বুথে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। ব্র্যাক চলতি সপ্তাহের মধ্যেই মোট ৫০টি বুথ চালু করার কথা জানিয়েছে। অন্যদিকে ওভাল গ্রুপের আছে আটটি বুথ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে এক হাজার বুথ বসানোর পরিকল্পনা আছে তাদের।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে নমুনা সংগ্রহ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালনকারী ও সাবেক পরিচালক (এমআইএস) ডা. সমীর কান্তি সরকার কালের কণ্ঠকে বলেন, ‘আমরা প্রথমে ঢাকা ও যেসব এলাকায় অপেক্ষাকৃত বেশি সংক্রমণ আছে তেমন এলাকাগুলো মিলে ৪৫০টি বুথ স্থাপনের কাজ করছি। এরপর পর্যায়ক্রমে তা এক হাজারে উন্নীত করা হবে। যদিও এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দক্ষ টেকনোলজিস্ট। অনেকেই এসে ভিড় করে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু পরে আর কাজে যোগ দিচ্ছে না। আমরা এখন তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।’
ঢাকায় যেসব এলাকায় বুথ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ন্যাশনাল ল্যাবরেটরি সায়েন্সেস ও রেফারেল ইনস্টিটিউট, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ। ঢাকা সিটি কর্পোরেশনের অধীন নয়াপল্টন, বাসাবো, কামরাঙ্গীর চর, নয়াবাজার, যাত্রাবাড়ী ও লালবাগ। এ ছাড়া উত্তরা, মগবাজার, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরখান, দক্ষিণখান, বাউনিয়া এলাকাসহ আরো কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালে বুথ স্থাপন করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদকর্মীদের জন্য একটি বুথ বসানো হয়েছে। জাতীয় প্রেস ক্লাবেও একটি বুথ স্থাপন প্রক্রিয়া চলছে।
ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগী পরিচালক মোর্শেদা চৌধুরী বলেন, ‘আমরা সরকারকে সহায়তা করা এবং মানুষের পরীক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এলাকায় এলাকায় বুথ স্থাপনের কার্যক্রম শুরু করেছি।’ তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্র্যাক বর্তমানে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ, বুথ স্থাপন ও নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছে। টেকনোলজিস্টদের প্রশিক্ষণ ও নমুনা সংগ্রহের কিট দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে স্থাপিত বুথগুলো চলবে সেখানকার কর্মী ও ব্যবস্থাপনার মাধ্যমেই। অন্য বুথগুলোয় দায়িত্ব পালন করবেন ব্র্যাকের দুজন করে টেকনোলজিস্ট। এর একেকটি বুথে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্যক্রম চলবে। প্রতিদিন ৪০ জনের নমুনা সংগ্রহ করা যাবে। যাদের করোনা উপসর্গ যেমন—জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে তারা নমুনা দিতে পারবে। তার আগে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ফরমে নাম-ঠিকানা ও মোবাইল ফোন নম্বর অন্তর্ভুক্ত করতে হবে। নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ল্যাবে। পরীক্ষার ফলাফল যার যার ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।
ব্র্যাক বলেছে, নমুনা সংগ্রহের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা হবে। প্রথমত, জাতীয় নির্দেশনা অনুযায়ী প্যারামেডিকরা সন্দেহভাজন রোগীদের বাছাই করবেন। দ্বিতীয়ত, মেডিক্যাল কলেজ, হাসপাতাল অথবা তাঁদের আশপাশে স্থাপিত নমুনা সংগ্রহ কেন্দ্রে রেফার করা রোগীদের নমুনা নেওয়া হবে।
সমীর কান্তি সরকার জানান, যাঁরা বয়স্ক, অসুস্থ, চলাচলে অক্ষম তাঁদের বুথে যেতে হবে না। বরং আগের পদ্ধতিতেই ফোনকলের মাধ্যমে খবর পেয়ে বাড়ি গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীরা নমুনা সংগ্রহ করে আনবেন।
নিয়োগপ্রক্রিয়া চলমান : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সদ্য যোগদানকৃত চিকিৎসকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবেলার জন্যই আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আক্রান্ত কোনো ব্যক্তির স্বাস্থ্যসেবায় পিছপা হবেন না। আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের একজন সদস্য ভেবে সেবা দেবেন।’
রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনের অডিটরিয়ামে ৩৯তম বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে নতুন করে দুই হাজার চিকিৎসকের পদায়ন শেষে অরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ২৫ এপ্রিল দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়া হয়। ৭ মে নিয়োগের তালিকা তাঁদের হাতে আসে। মাত্র ১০-১২ দিনেই এত বড় নিয়োগ একটি বিরল ঘটনা। খুব শিগগিরই আরো বেশ কিছু টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে। এসব নিয়োগ হলে দেশের স্বাস্থ্যসেবার মান নিঃসন্দেহে আরো বাড়বে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here