টঙ্গীতে শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

0
248
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলমের সর্বাত্মক সহযোগিতায় টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা নিম্ন আয়ের ঘরবন্ধি ১৫টি ওয়ার্ডে ১৫শ’ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগ নেতা নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান মতি। আজ বুধবার বিকালে টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের কাছে তৃর্ণমূল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মফিজুল হোসেন, জাকির হোসেন, সেকান্দার আলী, আব্দুর রহিম মিয়া, বীরমুক্তিযোদ্ধা ওমর ফারুক, রফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, আবুল কাশেম, লিটন আকন্দ, নজরুল ইসলাম, আবুল বাশার দর্বেশ, গাজীপুর মহানগর নির্মাণ শ্রমিকলীগের সভাপতি রমজান আলী সরকার, মহিলা শ্রমিকলীগের সাবিনা আক্তার রুনা, পারভীন আক্তার, রেহেনা আক্তার প্রমুখ।
এ সময় টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগ নেতা মতিউর রহমান বিকম বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের প্রচেষ্টায় টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের টঙ্গী অঞ্চলের ১৫টি ওয়ার্ডের ১৫শ’ তৃর্ণমূল নেতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিতে পারায় আমি নিজেকে ধন্য মনে করছি। কারণ শ্রমিকদেরকে কেউ ত্রাণ সামগ্রী দিচ্ছে না। তারা বিভিন্ন ডিস্টিকের জাতীয় পরিচয়পত্র থাকায় তারা এই দুর্যোগ মুহুর্তে ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here