শতভাগ ঈদ বোনাসের দাবিতে টঙ্গীতে বিক্ষোভ, অবরোধ

0
175
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শতভাগ ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক প্রতিষ্ঠানের শ্রমিকরা বুধবার (২০ মে) সকালে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। পরে মালিকপক্ষের সাথে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করে।
শিল্প পুলিশের ইন্সপেক্টর রেজ্জাকুল হায়দার ও স্থানীয়রা জানান, টঙ্গীর তিলারগাতি এলাকার ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেডের শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে শতভাগ ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এসময় ওই মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তারা মালিক পক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। পরে আগামীকাল বৃহস্পতিবার মালিকপক্ষের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে দুপুর সোয়া ১২ টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, শতভাগ ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেছিল। মালিকপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে জানালে তারা আন্দোলন প্রত্যাহার করে। পরে ওই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here