করোনার প্রভাব হাঁস খামারে,খাদ্য সঙ্কটে মারা যাচ্ছে শত শত হাঁস

0
178
728×90 Banner

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: করোনায় সৃস্ট পরিস্থিতির কবলে পড়ে এখন দিশেহারা প্রায় সকল শ্রেনী পেশার মানুষ। এর কবল থেকে রেহাই পাচ্ছেনা গ্রামীন জনপদে অদম্য ইচ্ছা শক্তি নিয়ে গড়ে ওঠা প্রান্তিক চাষিরাও। এদের’ই একজন তিল তিল করে জমানো অর্থ দিয়ে গড়ে তোলা হাস খামারী মিলনের কপালেও এখন চিন্তার ভাজ। টানা তিন মাসের লকডাউন পরিস্থিতিতে খাদ্যের দাম দিগুন বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কয়েক গুন। ফলে খাদ্যাভাবে পুষ্টির চাহিদা না মেটায় ডিম উৎপাদন নেমে এসেছে শুন্যের কোঠায়। আর সময়োপযোগী খাদ্য সঙ্কটে দুর্বল হয়ে প্রতিদিন মরে যাওয়া হাসের চিত্র দেখে থামছে না মিলনের কান্না। জানালেন টানা কয়েক সপ্তাহ ধরে খাবার কিনতে না পাড়ায় শুধু নদীর পানি খেয়েই বেচে আছে খামারের হাজারো প্রান।
পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধার মানিক নদী তীরবর্তী গ্রামিন জনপদে নতুন উদ্যোক্তা হিসেবে খামার প্রস্তুত করে হাস পালন শুরু করেন দুর দুরান্তে ছুটে বেড়ানো এক সময়ের ট্রাক চালক মিলন হাওলাদার। নীলগঞ্জের টুঙ্গিবাড়িয়া গ্রামে চার বছর আগে নিজ অর্থায়নে দেড় হাজার খাকি ক্যাম্বেল হাস নিয়ে যাত্রা শুরু করেন তিনি। সফলতার হাতছানি পান মাত্র ছয় মাসের ব্যবধানে। স্থানীয় কর্মহীন যুবকদের ভাগ্যেও মেলে কর্মের সন্ধ্যান। খামারের ডিম উৎপাদনের মধ্যেদিয়ে স্বপ্ন পুরনের পথেই হাটছিলেন এ উদ্যোক্তা।
তবে এরই মাঝে করোনার নিরব প্রবেশে বাধার মুখে পড়ে খামারের স্বাভাবিক কার্যক্রম। শুরুতে লাভের মুখ দেখলেও চলতি বছরে তিন মাসের ব্যবধানে এখন তা শুধুই দুঃস্বপ্ন । খামারের কর্মচারী সুজন জানান, শুরু থেকেই তিনি হাঁসের দেখভাল করছেন প্রতিমাসে দশ হাজার টাকা বেতনে। তার ভাষ্যমতে উন্নতির দিকেই যাচ্ছিল খামারের উৎপাদন। কিন্তু সব এলোমেলো হয়ে গেছে করোনার কারনে। তিনি বলেন এখামারে আমরা চারজন বেতনভুক্ত কর্মচারী আছি, গত তিন মাস ধরে সবার বেতনই বন্ধ রয়েছে।
মিলন হাওলাদার জানান, দেশব্যাপী লকডাউন পরিস্থিতিতে হাসের খাবারের দাম কয়েকগুন বেড়ে যাওয়ায় খাদ্যাভাবে কমতে থাকে ডিমের উৎপাদন। ফলে লোকসানের কবলে খামার কর্মচারীদের বেতন বকেয়াসহ চরম খাদ্য সঙ্কটে পড়ে যাই। বর্তমানে কয়েক সপ্তাহ ধরে নদীর লোনা জল খেয়েই বেচে আছে তার খামারের হাজারটা প্রান। তবে প্রতিদিনই খাদ্যাভাবে দুর্বল হয়ে মারা যাচ্ছে ১৫ থেকে ২০ টি হাস। তিনি আরো জানান, এসব দেখেও চোখের পানি ঝড়ানো ছাড়া আর কিছুই করতে পারছেন না স্বপ্নবাজ এ খামারী। তাই এমন সঙ্কটময় মুহুর্তে হাসের প্রান বাচাতে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।
এ বিষয়ে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ড.হাবীবুর রহমানের সাথে কথা হলে তিনি খামারির পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন উপজেলা প্রশাসনকে মিলনের ব্যপারে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবুহাসনাত মো.শহীদুল হক জানান, সাময়িক সঙ্কট নিরসনে ও নিরহ প্রান বাচাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব প্রদোদনা দেয়া হবে। তবে কর্মঠ এ উদ্যোক্তার স্বপ্ন ও হাজারো প্রান বাচাতে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোকেও এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্থানীয়রা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here