টঙ্গীর মন্ডল এগ্রো ফার্ম এর গরু কিনলে বাইক ফ্রি

0
239
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান : এবারের ঈদুল আযহা উদযাপিত হতে যাচ্ছে করোনা ভাইরাসের ভিন্ন এক পেক্ষাপটে । দেখা যাবেনা চিরচেনা কোরবানির পশুর হাটের জমজমাট সেই দৃশ্য। ফলে ঈদকে কেন্দ্র করে কোরবানির পশু অনলাইলে কেনাবেচার আগ্রহ এখন খামারিদের। ঢাকার সন্নিকটে গাজীপুরে বিভিন্ন খামারীর মালিকরা গর মোটা-তাজা করে এবারের ঈদে অনলাইনে গরু বিক্রয়ের জন্য প্রস্তত করেছেন। তাদের মধ্যে টঙ্গী পশ্চিম থানার তিলার গাতি এলাকায় মন্ডল এগ্রো ফার্ম এর মালিক রুবেল মন্ডল বলেন, আমার খামারের দুইটি গরু অত্যান্তর সহকারে লালন-পালন করে এবারের কোরবানীতে বিক্রয়ের জন্য প্রস্তত করেছি। আমার একটি গরুর নাম ধলাই। যার মূল্য ১০ লক্ষ টাকা নির্ধারন করেছি,তবে উপযুক্ত বাজার দাম নিয়ে যে এই গরুটি ক্রয় করবেন তাকে ২ লক্ষ টাকার একটি মটর সাইকেল উপহার দিব। যারা আমার এ গরুটি কিনতে আগ্রহী সরাসরি চলে আসতে পারেন টঙ্গীর পশ্চিম থানার তিলার গাতি এলাকায় ,অথবা অনলাইন ও মোবাইলে যোগাযোগ করতে পারেন। মন্ডল এগ্রো ফার্ম এর মালিক রুবেল মন্ডল এর মোবাইল নাম্বার : ০১৯২২১৮৫১১৮।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here