
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন করে ১২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সোমবার (২০ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্তরা হলেন, সাহেবনগরে- ১,পশ্চিমপাড়ায়- ১,মধ্যপাড়ায়- ১ ,পূর্বপাড়ায়- ১,আলীয়াবাদে- ১,মনতলীতে- ১,পদ্মপাড়ায়- ৩,গাজিরহাটে- ১,আলমনগরে- ১, এবং ১ জন বড়াইলের বাসিন্দা।
এ পর্যন্ত মোট আক্রান্ত ৩০৩ জন,সুস্থ হয়েছেন ১৩৭ জন, এবং মৃত্যুবরণ করেছে ৭ জন।






