
সালাউদ্দিন আহমেদ : পবিত্র আশুরা মানে মুসলিম জাতির জন্য একটি শোকার্ত মাস। দশই মহরমে আহম্মদে মোস্তাফা মোহাম্মদে মোস্তাফা আমাদের প্রিয় রাসুল হজরত মোহাম্মদ এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন ইসলামের দুশমনদের হাতে শাহাদাত বরন করেন।
এই দিনটি আসলেই সারা বিশ্বের মুসলমানেরা শোকার্ত বেদনাময় হয়ে পরেন। অন্যায় ও জুলুমকারীদের হাত থেকে ইসলাম ও মুসলিম জাতিকে রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠা করে সারা বিশ্বের মুসলিম উম্মাদের জুলুমবাজদের হাত থেকে হেফাজত করাই ছিল তার আত্মাদানের মুল প্রতিপাদ্য বিষয় । তাই পৃথিবীতে হজরত ইমাম হোসাইন এর এই শিক্ষা শেষাবধি মুসলিম চলমান থাকবে ।
ইমান হোসাইন এর এই আত্মাদানকে শ্রদ্ধার সাথে স্বরন করে সারা বিশ্বে তাঁর জীবনীর উপর আলোচনা সভা কোরানখানি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। হজরত ইমান হোসাইন এর আত্মদানকে কেন্দ্র করে পাক পান্জাতনের ও বেলায়েতের ধারাবাহিকতা মুসলিম জাতির কাছে সুদীপ্ত থাকবে (আমিন)।






