এসএসসিতে আশার বৃত্তি লাভ

0
199
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: শ্রাবণী আক্তার আশা ২০২০ সালে যশোর জেলার মণিরামপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে বিজ্ঞান বিভাগে বৃত্তি লাভ করেছে।
শ্রাবণী আকতার আশা মণিরামপুর বাজারস্থ আশা আর্ট এন্ড ডিজিটাল সাইন এর চেয়ারম্যান এম.এম. আরজান আলী ও মোছা: রঞ্জিনা খাতুনের জ্যেষ্ঠা কন্যা এবং আশা আর্ট এন্ড ডিজিটাল সাইন এর ব্যবস্থাপনা পরিচালক, নিসু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গাজীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমানের ভাগ্নী।
শ্রাবণী আকতার আশা। যশোর শিক্ষাবোর্ডের অধিনে মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
পিইসি ও জেএসসি পরীক্ষাতেও কৃতিত্বপূর্ণ ফলাফল করে মা-বাবাসহ সকলের মুখ উজ্জ্বল করেছিল।
মেয়ের ভালো ফলাফল ও বৃত্তি লাভে বাবা এম.এম. আরজান আলী জানান, সে ডাক্তার হতে চায়। ভবিষ্যতে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চায়। তাই সকলের নিকট দোয়া চেয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here