নবীনগরে সরকারী হাসপাতালের ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এমপি’র ক্ষোভ

0
187
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এইচইডির অর্থায়নে ৮ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যাবিশিষ্ট ৪তলা নতুন ভবন নির্মাণকাজের শুরুতেই নিম্নমানের নিমার্ণ সামগ্রী ব্যবহার করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
জানাযায়, শুক্রবার সকালে নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটি সভায় যোগ দিতে গিয়ে নবীনগর সরকারী হাসপাতালের ৫০ শয্যাবিশিষ্ট ৪তলা নতুন ভবন নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। এ সময় ভবনের নির্মাণ কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন বলেন, এসব নিম্নমানের সামগ্রী কোন অবস্থানেই ব্যবহার করতে দেওয়া হবেনা। নির্মাণ কাজ পরিদর্শণ শেষে তিনি নবীনগর সরকারী হাসপাতালের হল রুমে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করেন। সভায় হাসাপাতালে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বিবরণ তুলে ধরে এ্যানেসথেসিষ্ট নিয়োগে সিজারিয়ান সেকশন চালু,ডিজিটাল এক্সরে মেশিন, ডাক্তার ও জনবল সংকট এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবস্থাপনা নিরসনের লক্ষে অলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য রোবহান উদ্দিন আহম্মেদ,প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন প্রমূখ।
উল্লেখ্য- গত ৩ অক্টোবর নবীনগর সরকারী হাসপাতালের নতুন ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। কাজটি করছেন প্রাইম ইন্টারন্যাশনাল ঠিকাদারি প্রতিষ্ঠান, আগামী ১৮ মাসের মধ্যে ভবনটি নির্মাণ করার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here