নরসিংদী সংবাদ

0
119
728×90 Banner

তিন মুক্তিযোদ্ধা স্মারণে আলোচনা ও দোয়া মাহফিল
নরসিংদী থেকে হলধর দাস: বীর মুক্তিযোদ্ধা এবং বিলাসদী ব্যাংক কলোনি সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং নরসিংদী জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আফসার উদ্দিন আহমেদ, বিলাসদী ব্যাংক কলোনি সমাজ উন্নয়ন সংস্থার সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মুখলেছুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ স্মরণে শুক্রবার(১১ডিসেম্বর-২০২০) সংস্থার কার্যালয় সম্মুখে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য জাতীয় শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, বিলাসদী ব্যাংক কলোনি সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,অর্থ সম্পাদক মো: জালাল উদ্দিন, চরদিগলদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল ইসলাম, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো: আরমান, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল বাছেদ, জেলা যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিলাসদী ব্যাংক কলোনি সমাজ উন্নয়ন সংস্থার অন্যান্য সদস্য বৃন্দ।
১২ ডিসেম্বর নরসিংদী হানাদার মুক্ত দিবস
১২ ডিসেম্বর নরসিংদী পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর পরাজয় ও আত্মসমর্পনের মধ্য দিয়ে সমগ্র নরসিংদী পাক হানাদার মুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি নরসিংদীবাসীর কাছে অত্যন্ত গৌরবোজ্জল ও স্মরণীয় দিন। ৭১’ সালে দীর্ঘ ৯ মাস নরসিংদী জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ড যুদ্ধ সংঘটিত হয়েছে। ওই খন্ড যুদ্ধে পাকহানাদার বাহিনীর নির্মমতার শিকার হয়ে শহীদ হয়েছেন ১১৬ জন বীর সন্তান। এর মধ্যে নরসিংদী সদরের ২৭, মনোহরদীর ১২, পলাশে ১১, শিবপুরের ১৩, রায়পুরায় ৩৭ ও বেলাব উপজেলার ১৬ জন। এ ছাড়া বহু মা-বোনের নিরব আত্মত্যাগের বিনিময়ে নরসিংদী হানাদার মুক্ত হয়। স্বাধীনতা যুদ্ধে ঢাকার সন্নিকটে অবস্থিত নরসিংদীতেও মুক্তিযোদ্ধারা পিছিয়ে থাকেনি। দেশ মাতৃকার ডাকে সারা দিয়ে ৭১’এর সশস্ত্র সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল জেলার আপামর জন সাধারণ। অস্ত্র হাতে রুখে দাঁড়িয়ে ছিল তারা পাকিস্থানী হানাদার বাহিনীর বিরুদ্ধে। স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের পর থেকেই সশস্ত্র যুদ্ধের প্রন্তুতি শুরু করে পাক বাহিনীর অন্তরাত্মা কাপিয়ে দেয়। মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর প্রবল আক্রমণের মুখে টিকতে না পেরে ৭১ সালের ১২ ডিসেম্বর পাক বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে নরসিংদী পাক হানাদার মুক্ত হয়।
শহীদ গেরিলা মুক্তিযোদ্ধার মৃত্যু বার্ষিকী পালন
নরসিংদীর বীর গেরিলা মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার(১১ডিসেম্বর) শহরের ভেলানগর মহল্লায় তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর স্থানীয় রাজাকারদের সহায়তায় মতিউর রহমানকে পাক হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। পরে তার শরীরের বিভিন্ন স্থানে সিগেরেটের আগুন দিয়ে পুড়িয়ে এবং বেয়নট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে নির্যাতন করে। পরে তাকে ১১ ডিসেম্বর মেঘনা তীরে ্ঈদগাহ্ মাঠে গুলি করে হত্যা করে।
ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর সদস্য মতিউর রহমান মুক্তিযুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার স্মরণে শুক্রবার(১১ডিসেম্বর) ন্যাপ, কমিউনিস্ট পাটি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর পক্ষ থেকে গেরিলা মুক্তিযোদ্ধা মো: আতাউর রহমান ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, নরসিংদী কলেজের সাবেক জিএস মজিবুর রহমান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক হলধর দাস, জেলা বাসদ এর আহবায়ক এড. মোবারক হোসেন, ঐক্য ন্যাপ নেতা কালিপদ দাস, চিত্তরঞ্জন সাহা, উপাধ্যক্ষ ডিএম হাবিবুর রহমান ভূইয়া, শহীদ মতিউরের সহপাটি বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা, অধ্যক্ষ ড. শফিউল আলম কাঞ্চন, শিক্ষক নেতা সুভাষ দত্ত, মো: মোছলেহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here