
ডেইলি গাজীপুর প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেন এবং ময়মনসিংহে সাংবাদিক খায়রুল আলম রফিককে নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় সাংবাদিক সোসাইটি বরিশাল শাখার ব্যানারে এই মানববন্ধন হয়।
সংগঠনের জেলা সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া প্রমুখ।
বক্তারা সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিক কামাল হোসেনকে গাছে বেঁধে নির্যাতন এবং ময়মনসিংহে সাংবাদিক খায়রুল আলম রফিককে পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানান এবং এসব ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।






