লালপুরে সমাজসেবা কর্মকর্তাদের প্রতি ক্ষোভ

0
94
728×90 Banner

লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা পরিষদের আইনশৃংখলা বিষয়ক মিটিং এ সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাদের কাজের অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
সোমবার ( ৮ ফেব্রুয়ারি) লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কারিগরি প্রশিক্ষক আবু হোসেন সকল প্রকার ভাতা ভোগীদের বিকাশে হিসাব খোলার জন্য চেয়ারম্যানদের সহযোগিতা চাইলে উপস্থিত চেয়ারম্যান গন কোন প্রকার সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। তারা জানান, বাছাইকৃত উপকার ভোগীকে বাদ দিয়ে নতুন করে ভাতা ভোগী নির্বাচন, টাকার বিনিময়ে সুস্থ ব্যাক্তিকে প্রতিবন্দী ভাতা প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, সহকারি কমিশনার ( ভুমি) শাম্মী আকতার, এ বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল বেলাল, দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নিকাহ রেজিষ্টার গন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here