ফিলিস্তিন নির্যাতিতের পক্ষে সোচ্চার.. এনডিপি

0
139
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ফিলিস্তিনে চলমান বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের প্রতি ভয়াবহ আগ্রাসী প্রতিবাদে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি “ফিলিস্তিনে মানবতা বিপন্ন ইসরাইলি আগ্রাসন বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল” অনুষ্ঠিত হয়। বক্তরা প্রত্যেকে ফিলিস্তিনিদের উপর গণ ও নিরবিচারে হত্যার প্রতিবাদ ও তাদের পণ্য বয়কট করার দাবীসহ বিশ্ব নেতাদের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের বলেন, ‘ ইজরাইল একটি জঘন্য রাষ্ট্র ফিলিস্তিন নিয়ে নিরপেক্ষ নিউজ করার জন্য আল-জাজিরা ও এপির মতো প্রভাবশালী গণমাধ্যমের ফিলিস্তিনি শাখা অফিস বোমা মেরে গুড়িয়ে দিয়েছে। এতে স্পষ্ট বোঝা যায় তারা কতটা ভয়াবহ তারপরও বিশ্বের বিবেকধর সংস্থা জাতিসংঘ ও আইসিরসহ অগণিত মানবতাবাদীদের কোনো শব্দ-ই শোনা যাচ্ছে না।
আজ ফিলিস্তিন নারী শিশুর করুণ ভয়াবহ নৃশংস দৃশ্য দেখেও কেউ কিছু বলছে না। আজ আমাদেরকেই এগিয়ে আসতে হবে নতুবা এরূপ দিন আমাদের খুব নিকটে ধেয়ে আসবে।
এদিকে দেশে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনাকে জিম্মি করা এবং তাকে নির্যাতন করার পর গ্রেপ্তার করার জন্য ধিক্কার জানায় এনডিপির চেয়ারম্যান।
এ ব্যাপারে তিনি বলেন, ‘ আজ আমাদের দেশের গণমাধ্যম মানবেতর। গণমাধ্যম ও এর কর্মীরা আজ পরাধীন। দেশের বিবেক সাংবাদিকরা আজ প্রতিদিনই কোনো না কোনো জায়গায় নির্যাতিত হচ্ছে। এর প্রতিকার করার জন্য সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেই উল্টো ডিজিটাল আইনে একের পর এক সাংবাদিকদের নির্যাতন চালানো হচ্ছে কারা হেফাজতে।
মানববন্ধন ও মিছিলে বক্তব্য দেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সিনিয়র সেক্রেটারী মাওলানা শওকত আমীনসহ প্রমুখ।
আবাবিল ফুড প্রোডাক্টের চেয়ারম্যান মাওঃ ইউসুফ এতে সংহিতা জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here