নবীনগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

0
156
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল বৃষ্টি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী৷ শুক্রবার বেলা ৩ টায় পৌর এলাকার মাঝিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে৷
জানা যায়, উপজেলার রসুল্লাবাদ গ্রামের প্রবাসী আব্দুর রহিম মিয়ার অষ্টম শ্রেণিতে পড়ুয়া নাবালিকা মেয়ে বৃষ্টি আক্তারের (১৪) বিয়ে হচ্ছিল কুমিল্লা সদরের মৃত হাবিবুর রহমানের ছেলে ফাহাদ আলম হৃদয়ের(২২) সাথে ৷ গোপন সূত্রে খবর পেয়ে নবীনগর থানার এসআই মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসাইন৷ এ সময় তিনি বাল্যবিবাহ নিরোধ আইনে বরের নানা নুরুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে কোথাও বিয়ে দেবেন না মর্মে মেয়ের মা সহ অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসাইন বলেন, এ ধরনের বাল্যবিবাহ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে৷

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here