ভোগান্তির আরেক নাম জন্ম নিবন্ধন

0
429
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: সারাদেশে আগামী ৮ই ডিসেম্বরের মধ্যে বিদ্যালয়গুলোতে অনলাইন ভর্তি আবেদন শেষ হবার কথা রয়েছে। ভর্তি আবেদনের প্রথম শর্ত হলো বাচ্চাদের জন্মনিবন্ধন থাকতে হবে। আর ওটা করতে গিয়েই যত সমস্যা। সন্তানের জন্ম নিবন্ধন করার পূর্বে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন থাকা বাধ্যতা মূলক। শতকরা ৬০% লোকই জানেন না তার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা। দৈনন্দিন জীবনে যাদের জাতীয় পরিচয় পত্র রয়েছে তারা এটার প্রয়োজন বোঝতে পারেনি। এখন শেষ মুহূর্তে এসে নতুন করে নিবন্ধ করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অভিভাবকদের। তেমনি এক অভিভাবক বলেন নতুনভাবে আবেদন করতে গিয়ে স্বামী স্ত্রী দুই জনের জন্য আবেদন পত্র তৈরী করতে গিয়ে দোকানদার কে দিতে হলো ৩০০ টাকা। তারপর আবেদন পত্রটি নিয়ে কাউন্সিলর অফিসে যেতে হয়।সেখানে অনুনয় বিনয় করে কাজটি সম্পন্ন করে আনতে যদিও কিছু লাগে কিন্তু তিনি দেননি। তারপর সিটি কর্পোরেশন অফিসে বার্থ রেজিস্ট্রারের কাছে জমা দিতে হয়। জমা নেওয়ার সময় সরকারি ফি বাবদ ৫০ টাকা ( জনপতি) দিতে হয়। ৭ দিন সময় নেন তারা।কারণ হিসাবে জানান সার্ভার থাকেনা তাই সময় মত সার্ভিস দিতে পারিনা। এখানেই শেষ নয় আবেদন করার সাতদিন পরে জানতে পারেন তার আবেদনটি ডুপ্লিকেট বলে রিজেক্ট হয়। সংশোধনের জন্য আবেদন করতে হবে করা-ও হলো। তবে স্বাক্ষর নিতে হবে স্বাস্থ সহকারী অফিসার ডাঃ ফারজানা আফরোজ ( অতিরিক্ত দায়িত্ব) অঞ্চল ৭। ভদ্র মহিলা অত্যান্ত ভদ্র বলে জানান ভুক্তভোগী। পরবর্তী গন্তব্য হল জেলাপ্রশাসকের কার্যালয়।সেখানে গিয়ে দেখা গেল ভুক্তভোগীর সংখ্যা কমনয়। তাদের ব্যবহার দেখে তিনতলা থেকে লাফিয়ে পড়তে ইচ্ছে করে বলে জানান তিনি। সংশ্লিষ্ট দপ্তরের উপ পরিচালকে সমস্যার কথা জানাতে গেলে তিনি খেপে গিয়ে সহকারী ম্যাজিসষ্টেট মনিকা রাণীর কাছে যেতে বলেন। মনিকারাণী বলেন সারাদিনে সার্বার থাকেনা ১ ঘন্টা কি ভাবে কাজ করবো। ১০ দিন পরে স্ব স্ব সিটি কর্পোরেশন অফিসে গিয়ে পেয়ে যাবেন। জনৈক ব্যাক্তি বলেন ১ মাস হয়ে গেল আমার কাজ সম্পন্ন করতে পারিনি। লোকমুখে শুনা যায় ও দেখাযায় দালালরা ৭ দিন সময় নিয়ে ৩ দিনে কাজ সম্পন্ন করে দেন। প্রশ্ন দালালরা সার্বার কোথায় পান।আবার ভর্তির সময় না পিছালে লেখাপড়ার কি হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here