গাজীপুরে বিএইচআরসি’র ও পিঠা উৎসব ও আলোচনা সভা

0
205
728×90 Banner

অলিদুর রহমান অলি: স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গাজীপুরে আলোচনা সভা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর মহানগর শাখার উদ্যোগে হাবিব উল্লাহ স্বরণীস্থ গাজীপুর মহানগর কার্যালয়ে সোমবার বিকেলে পিঠা উৎসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, এম এম শাহিন হোসেন, কালেরকন্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিয়া, প্রিন্সিপাল হুমায়ূন কবীর, খাদিজা আক্তার বীনা, মানবাধিকার কর্মী এস এম হাবিব, আব্দুর রহমান, সীমা আক্তার, সোনিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা, সমাজের অবহেলিত, অধিকার বঞ্চিত, নিপিড়িত মানুষের জন্য আর্ত মানবতার সেবায় এক যোগে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here