আসাদ দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা

0
98
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : শহীদ কমরেড আসাদ দিবস উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর পক্ষে আসাদ বেদীতে পুষ্পমাল্য অর্পনসহ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করে পার্টির ঢাকা মহানগর শাখা।
প্রধান আলোচকের আলোচনাকালে কমরেড সুলতান আহমেদ বিশ্বাস বলেন, “১৯৬৯ সালের ২০ জানুয়ারি কমরেড আসাদকে তৎকালীন পাকিস্তান সরকারের সেবাদাস পুলিশ গুলি করে হত্যা করে। শুধু পাকিস্তান সরকার নয় বাংলাদেশের বিগত সরকারগুলো অনেক বিপ্লবীদের হত্যা করেছে। যাদের হত্যার বিচার আজও হয়নি। শহীদ বিপ্লবীদের হত্যার বিচার নিষ্পত্তি হবে সেই দিন যেদিন তাদের স্বপ্ন ‘নয়া গণতান্ত্রিক বিপ্লব’ প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে সকল বিপ্লবীদের কাজ সমাজতান্ত্রিক অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি উত্তরোত্তর রাজনৈতিক শক্তি অর্জন করা।”
ঢাকা মহানগর সম্পাদক কমরেড বাবুল বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কমরেড ফারুক হোসেন, কমরেড সুনীল শীল প্রমুখ।

ন্যাপ ভাসানী, বাংলাদেশ দেশপ্রেমিক পার্টি ও বেঙ্গল কৃষক সমিতির
আজ ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার বিকালে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম. এ. ভাসানীর সভাপতিত্বে ন্যাপ ভাসানী, বাংলাদেশ দেশপ্রেমিক পার্টি ও বেঙ্গল কৃষক সমিতির যৌথ উদ্যোগে ন্যাপ ভাসানীর কেন্দ্রীয় কার্যালয় শিশু কল্যাণ পরিষদ (৪র্থ তলা), ২২/১, তোপখানা রোড, ঢাকায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গদ্বীপ এম. এ. ভাসানী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার কর্মসূচির আলোকে অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে আজকে সবচেয়ে প্রয়োজন শহীদ আসাদের আজন্ম লালিত অসাম্প্রদায়িক ও কৃষক—শ্রমিক মুক্তির রাজনীতি। সর্বজনীন রেশনিং ব্যবস্থা ও শ্রমিকদের ন্যূনতম মজুরী ২০,০০০ (বিশ হাজার) টাকা করার তিনি দাবি করেন।
অন্যান্য বক্তারা বলেন, বাংলার কৃষক ও শ্রমিক সমাজের মুক্তি আন্দোলনের অগ্রপথিক শহীদ আসাদ। এখনো বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করে এবং তাদের প্রধান পেশা কৃষি। সরকারের কাছে তাদের দাবি কৃষি অর্থনীতি ও কৃষকের উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। এই লক্ষ্যে কৃষিখাতে ভতুর্কি বাড়ানো ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সরকারের অর্থপূর্ণ উদ্যোগের দাবি জানানো হয়।
বেঙ্গল কৃষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ মাসুমের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ. জলিল, দেশপ্রেমিক পার্টির চেয়ারম্যান গোলাম মোর্শেদ হাওলাদার, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান দেশ, বগুড়া জেলা ন্যাপ ভাসানীর সভাপতি মোঃ নাসুম আহমেদ প্রমুখ।
গণতান্ত্রিক বাম ঐক্যের শ্রদ্ধাঞ্জলি
আজ ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার সকাল ৯ টায় শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও পিডিপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন আল রশীদ খান, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP) এর আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here