মাধবদীতে পিস্তল ও অন্যান্য অস্ত্রশস্ত্র সহ ৮ ডাকাত গ্রেফতার

0
134
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : মাধবদী থানার কোতয়ালীরচর বিলপাড় এলাকায় জনৈক আনিছ সাহেবের পরিত্যাক্ত এম.বি.সি. ব্রিক ফিল্ডের ভিতরে ডাকাতির প্রস্তুতিকালে মাধবদী থানা পুলিশ এক জটিকা অভিযান চালিয়ে চিহ্নিত আট ডাকাতকে গ্রেফতার করেছে। ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চার রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল, অবিস্ফূরিত ৩টি ককটেল, বোমা তৈরীর প্রচুর পরিমাণ সরঞ্জামাদি, ৪টি দা, একটি লোহার রড, একটি হাতুড়ি, একটি পিকআপ, একটি সিএনজি ও ৩০০ পিছ ইয়াবা। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয় চত্বরে এক প্রেস ব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোঃ সাহেব আলী পাঠান এ তথ্য জানান।
ধৃত ডাকাতরা হলো-মাধবদী থানা এলাকার ছোট বালাপুর গ্রামের রমিজ উদ্দিনের পুত্র মোঃ ইয়াকুব আলী (৪০), ভলবর্দী গ্রামের মনছুর আলীর পুত্র মো: মতিন মিয়া (৩২) ও শ্যামরাকান্দী গ্রামের আলা উদ্দিনের পুত্র মো: হাসান আলী (২২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পরাবর্দী গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আইনুল হক (২৪), বালিয়াপাড়া গ্রামের মৃত জলিল মিয়ার পুত্র মো: ইয়াকুব (১৯), নয়নাবাদ গ্রামের রশিদ ভূইয়া পুত্র মো: রনি ভূইয়া (২৬), একই গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র মো: শরীফুল ইসলাম (২৬) ও বালিয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র মো: আল আমিন (২৩)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো: সাহেব আলী পাঠান বলেন, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত ইয়াকুব এর বিরুদ্ধে ১৩টি পরোয়ানা মূলতবিসহ বিভিন্ন থানায় ১৩টি ডাকাতি মামলা রয়েছে এবং অন্যান্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ইনচার্জ মো: সৈয়দুজ্জামান ও তার দল জীবনের ঝুকি নিয়ে ডাকাতদের ধরতে গেলে প্রথমে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় ডাকাত ইয়াকুব পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে। কিন্তু এগুলো উপেক্ষা করে জীবনের ঝুকি নিয়ে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ওসি সৈয়দুজ্জামানের সাথে ছিলেন এসআই মো: নঈমুল ইসলাম মোস্তাক, এএসআই হারেছ মিয়া, এএসআই রুবেল মিয়াসহ অন্যান্য পুলিশ সদস্য।
তিনি আরো বলেন, উল্লেখিত এলাকাসমূহে ধৃত ডাকাতদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ প্রায় ছিল। এ ডাকাত দলকে গ্রেফতারের ফলে এলাকার মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারবে। নরসিংদী জেলায় অপরাধ নিরসনে পুলিশ সদা তৎপর রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here