ই-রেশনিং পদ্ধতি চালুর দাবী—মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন

0
172
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সারা বিশ্বে ১৮৫ দেশে ৩ লক্ষের উপর করোনায় আক্রান্ত ১১ হাজারের অধিক মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ ও মৃত ২ জন। হোম কোয়ারাইন্টেনে রাখা হয়েছে হাজার হাজার নাগরিক। ইতিমধ্যে সরকার মাদারীপুর, শিবচর ও লক্ষীপুর জেলাকে নকডাউন ঘোষণা করেছেন। অর্থাৎ ঐ সকল এলাকায় বাহিরের কেউ প্রবেশ বা এলাকায় বসবাসকারীরা বাহিরে যেতে পারবে না। ইতিমধ্যে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সকল উপ-নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমান এই পরিস্থিতিতে নাগরিকরা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণের চাইতে খাদ্য ও অর্থাভাবে মৃত্যুর আশংকায় পড়ছে নাগরিকরা। আজ গণমাধ্যমে পাঠানো সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। নাগরিকদের পক্ষে বেশকিছু দাবী দাওয়া তুলে ধরা হয়। ইতিমধ্যে উন্নত দেশে হোম কোয়ারাইন্টেন ও নকডাউনে থাকা নাগরিকদের বিনামূল্যে খাদ্য সরবরাহ করছে ঐ দেশের সরকার। এছাড়াও যারা অফিস আদালত বা ব্যবসায়িক কর্মকান্ড থেকে বিরত থাকছে তাদেরকে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করছে সরকার। আমাদের মত উন্নয়নশীল দেশে এ ধরনের সহায়তা আশা করা অনেকটাই স্বপ্নের মত । তবে সরকার চাইলে দ্রুত অনলাইনে ই-রেশনিং পদ্ধতি চালু করতে পারে। ই-কমার্সে যেভাবে এফস এর মাধ্যমে অর্ডার ও পেমেন্ট দেয়া যায় ঠিক একই ভাবে ই-রেশনিং নামে একটি এফস খোলে তার মাধ্যমে নাগরিকদের ঘরে বসে তার চাহিদা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে বা সরকার ভর্তূকি প্রদান করে পন্যের মূল্য সীমিত আকারে এনে সরকারী লোকজন বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে পন্য সরবরাহ কার্যক্রম পরিচালনা করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশে এক বছরের খাদ্য মজুদ আছে এমন ঘোষণার পরেও বাজারে ইতিমধ্যে পন্যের দাম ২০….৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাজার নিয়ন্ত্রণের জন্য টিসিবির মাধ্যমে পন্য বিক্রয় কার্যক্রম এই মুহুর্তে সম্ভবপর নয়। ফলে ই-রেশনিং হতে পারে সর্বোচ্চ উত্তম ও নিরাপদ পদ্ধতি। এছাড়া আমাদের অন্য দুটি দাবীর মধ্যে, প্রথমত হোমকোয়ারাইন্টেনে থাকার ফলে ভয়েজ কল, ডাটার ব্যবহার বৃদ্ধি পাবে। তাই মোবাইল ব্যাংকি ও রিচার্জ এন্টেজ এর দোকান ঔষধের দোকানের মত খোলা রাখা। দ্বিতীয়ত, রিচার্জ লোন লোড এর ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হউক। সেই সাথে ২০ হাজার টাকা পর্যন্ত মোবাইল ব্যাংকের লেনদেন চার্জ ফ্রি করে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here