করোনা আক্রান্ত হলে কেউ পাশে না থাকলেও আমি আছি- ওসি (তদন্ত) সফিউল্লাহ

0
267
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ সারাবিশ্বে যখন করোনা আতঙ্ক । আকাশে বাতাসে লাশের গন্ধ। বিশ্বজুরে মৃত্যুর মিছিল । যে দেশে ভাইরাস আতঙ্কে ডাক্তার চাকরী ছেড়ে দেয়, বাসায় বসে নিরাপদে বেঁচে থাকতে চায় । এমন সময় ডি এম পির তুরাগ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সফিউল­াহ জনসচেতনতা মূলক কর্মকাণ্ড পরিচালনা করে ব্যাপক আলোচনায় এসেছেন । তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমার কোনো আত্মীয়-স্বজন প্রতিবেশী বন্ধুবান্ধব ও আমার থানা এলাকার কেউ যদি করোনাভাইরাস সংক্রান্ত কোনো কারণে আক্রান্ত তাহলে তাদের ডাক্তারের কাছে ভর্তি করা অন্যান্য ভাবে সাহায্য করা পরামর্শ দেওয়া সহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ইনশাল­াহ । যেহেতু বিষয়টি একটি আতঙ্কের বিষয় অনেকেই না বুঝে আপনাকে সাহায্য না করতে পারে । রোগব্যাধি আল­াহ দেয় আল­াহর উপর ভরসা রাখেন এবং সকলেই সচেতন হউন । মনের জোর রাখেন মনের শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাডিয়ে দেয়। পরিচ্ছন্ন থাকুন। নিজেকে কিছুদিন সীমাবদ্ধ রাখুন ইনশাল­াহ ভাইরাস আপনার কোন ক্ষতি করতে পারবেনা ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here