উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার বাজেট চাই : মিজানুর রহমান মিজু

0
120
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের সেই ধারাবাহিকতা রক্ষা করে বাজেট প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) এর চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
২৪ মে ২০২১ সোমবার সংবাদ পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে মিজানুর রহমান মিজু বলেন, “স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ আজ সারা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। অথনৈতিকভাবে আমরা ইতোমধ্যেই পাকিস্তানকে পেছনে ফেলেছি। মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলেছি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে আমাদের। সারাবিশ্ব আজ বাংলাদেশকে উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশ হিসেবে সমীহ করে।”
তিনি আরো বলেন, “স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান। দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম নদীগর্ভের টানেল কর্ণফুলী টানেলের কাজ শেষ পর্যায়ে। এ বছরই উদ্বোধন হবে রাজধানী ঢাকার বহুল কাঙ্খিত মেট্রোরেল সেবা। সারাদেশের জাতীয় সড়কগুলোও ৪-৬ লেনে উন্নীতের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে আমরা দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি করোনা ভাইরাসা মোকাবেলা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দের জোর দাবি জানাচ্ছি।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here