এডিস মশা নির্মূলে ডিএনসিসির দ্বিতীয় পর্যায়ের ‘বিশেষ পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযান’ অব্যাহত

0
341
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : এডিস মশা নির্মূলে দ্বিতীয় পর্যায়ের ‘বিশেষ পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযান’ ও ভ্রাম্যমাণ আদালতের ৫ম দিনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)।
এদিকে, আজ উত্তরায় ভ্রাম্যমান আদালতের চলমান অভিযানে রিপন বড়ুয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা (পিআর) এ এস,এম. এামুন আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের চিরুনি অভিযানের পঞ্চম দিনে পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীগণ ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ১০ হাজার ২১২টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ৩৯টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পায়। এ ছাড়া ৬ হাজার ৪৯টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান/জমে থাকা পানি পাওয়া যায়। এডিস মশার বংশবিস্তারের উপযোগী এ সকল স্থান ধ্বংস করা হয়। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলরগণ ‘চিরুনি অভিযান’ সক্রিয়ভাবে তত্বাবধান করছেন।
এদিকে, আজ দুপুরে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ৫ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ৫৩ নম্বর বাসায় এডিস মশার লার্ভা, এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ এবং নোংরা, ময়লা-আবর্জনা খুঁজে পায় ডিএনসিসি। এসময় রিপন বড়ুয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ডিএনসিসি সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় দফা চিরুনি অভিযানে এ ৫ দিনে ৩৬টি ওয়ার্ডে সর্বমোট ৫১ হাজার ৩১১টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট ১৭৭টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। এ ছাড়া ৩০ হাজার ১৩৩টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান/জমে থাকা পানি পাওয়া যায়। সেসব স্থানগুলো ধ্বংস করে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here