কলাপাড়ায় লালুয়ায় পল্লী বিদ্যুতের সংযোগের নামে টাকা আদায়

0
216
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,:কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে পল্লী বিদ্যুত সংযোগের নামে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। নতুন সংযোগ প্রত্যাশীদের কাছ থেকে পাঁচ শ’ থেকে দেড় হাজার টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। ওই এলাকার ইউপি সদস্য মাসুদ হাওলাদারের নির্দেশে একই গ্রামের রুহুল আমিন প্যাদা টাকা আদায় করছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।
গ্রামের নিতান্ত সহজ-সরল মানুষকে বোকা বানিয়ে হাজার-হাজার টাকা তোলা হয়েছে। হত-দরিদ্র, দরিদ্র মানুষরা পর্যন্ত রেহাই পায়নি। সাধারণ মানুষ জিম্মি হয়ে ক্ষুব্ধ হয়ে আছে। অপরদিকে সরকারের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।
চান্দুপাড়া গ্রামের বেল্লাল শরীফ জানান, তাদেরকে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার কথা বলে পাঁচ শ’ টাকা নেয়া হয়েছে। একই অভিযোগ স্বপন হাওলাদার, জাকির পল্লান, হিমু বিশ^াস, লাবনী বিশ^াস, সোহরাব আকন, প্রতিবন্ধী ফারুক, বশির হাওলাদার, সুমন, আমির হোসেন একই অভিযোগ করলেন। বর্তমানে বিষয়টি ওপেন-সিক্রেট হয়ে গেছে।
অভিযুক্ত রুহুল আমিন প্যাদা বলেন, ‘অফিসারে কইছে মেম্বারের কাছে। আমি গত শনি ও রবিবার সাত/আট হাজার টাহা উডাইছি। রবিবার সন্ধ্যায় মেম্বারের কাছে দিয়া দিছি। হেরা কইলে আইজ ফেরত দিয়া দিমু। তবে তিনি কোনো অফিসারের নাম জানাতে পারেননি। ইউপি সদস্য মাসুদ হাওলাদার জানান, আমাদের এলাকায় বিদ্যুত লাইন টানার চেষ্টা করছি। টাকা তোলার বিষয় পাল্টা প্রশ্ন করে বলেন কেডা কইছে।
পল্লী বিদ্যুত সমিতির পরিচালক প্রভাষক ইউসুফ আলী জানান, কেউ নতুন সংযোগ দেয়ার নামে চাঁদাবাজি করলে তার দায়-দায়িত্ব তার। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পল্লী বিদ্যুত সমিতির কলাপাড়ার ডিজিএম প্রকৌশলী মো. শহীদুল ইসলাম জানান, খোঁজ নিয়ে দেখবেন এবং যদি কেউ টাকা তোলেন, তাকে গাছের সঙ্গে বেধে মাইর দেয়ার উচিৎ বলে জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here