
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে পুকুরে গোসল করতে নেমে মাসুদ রানা (১৫) নামের এক শিক্ষার্থীর মুত্যু হয়েছে। সে স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণীতে লেখাপাড়া করতো। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় পাগাড় টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ শেরপুর জেলার নালিতা বাড়ি থানার বেকিকুরা গ্রামের সত্তর আলীর ছেলে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, পাগাড় এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। বাসায় ফিরতে দেরি হচ্ছে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল পুকুর থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
