
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে সাড়ে ৩ লক্ষ ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ প্রথম আনুষ্ঠানিকভাবে গত ৮ সেপ্টেম্বর ২০১৮ইং তারিখে শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ৫১নং ওয়ার্ডের সাতাইশ স্কুল এন্ড কলেজ মাঠে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়, ২৯ই এপ্রিল পর্যন্ত এর কার্যক্রম চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, সাতাইশ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ ফিরোজ খান, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ আসিফ ইকবাল, আমির হোসেন লিটন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, হানিফুর রহমান হানিফ, টঙ্গী সরকারী কলেজ সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মামুন, টঙ্গী থানা ভারপ্রাপ্ত সহকারি নির্বাচন কমিশনার মাসুক আল হোসাইন মারুফ, অফিস ইনচার্জ সাইফুল ইসলাম,খোরশেদ আলম, ফয়সাল আহম্মেদ,রিফাত হোসেন প্রমুখ।
টঙ্গীর ১৫টি ওয়ার্ডে পর্যায়ক্রমে জাতীয় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলছে। মে মাসের ৪ তারিখে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান। স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে গিয়ে দেখা গেছে, পুরুষ-মহিলারা কার্ড নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর পর কার্ড বিতরণ শুরু হলে বিভিন্ন ধাপ পেরিয়ে কার্ড পাওয়া মানুষজন কার্ড হাতে পেয়ে আনন্দে উল্লাস করতে দেখা গেছে। নির্বাচন কমিশনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আল হোসাইন মারুফ জানান, টঙ্গী এলাকার ১৫টি ওয়ার্ডের সবাই পর্যায়ক্রমে ৫ মাস ব্যাপী স্মার্ট কার্ড হাতে পাবে। তিনি নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে উপস্থিত থেকে টঙ্গী এলাকার ভোটারদের স্মার্ট কার্ড সংগ্রহের আহŸান জানান। স্মার্ট আইডি কার্ড সংগ্রহের জন্য প্রত্যেক ব্যক্তির কাছে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে এবং লেমিনেটেড কার্ড জমা দিতে হবে। কেন্দ্রে ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হবে। যার কার্ড, তিনি ছাড়া অন্য কেউ গেলে হবে না। প্রত্যেক নির্বাচনী এলাকা ওয়ার্ডের জন্য ভিন্ন ভিন্ন তারিখে স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে। নির্ধারিত দিন ও সময়ে কেন্দ্রে জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও যেসব ব্যক্তি জাতীয় পরিচয়পত্র পাননি, কিন্তু নিবন্ধন ¯ি¬প আছে, তাদের মূল নিবন্ধন ¯িøপসহ স্মার্ট কার্ড বিতরণের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৮ আগস্ট সারা দেশে এর বিতরণ কার্যক্রম উদ্বোধন করে ইসি। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। টঙ্গী ৫১নং ওয়ার্ডের সাতাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যে সব তারিখে স্মার্ট কার্ড বিতরণ হবে ২৩/০৪/২০১৯ খরতৈল (০৮৩০) পুরুষ, ২৪/০৪/২০১৯ খরতৈল (০৮৩০) মহিলা, ২৫/০৪/২০১৯ সাতাইশ (০৮০৬) মহিল যাদের জন্ম ১৯৮০ সাল বা তার পূবে, ২৬/০৪/২০১৯ সাতাইশ (০৮০৬) পুরুষ যাদের জন্ম ১৯৮১ সাল হতে শেষ পর্যন্ত, ২৭/০৪/২০১৯ সাতাইশ (০৮০৬) পুরুষ যাদের জন্ম ১৯৮১ সাল হতে শেষ পর্যন্ত, ২৮/০৪/২০১৯ সাতাইশ (০৮০৬) মহিলা যাদের জন্ম ১৯৮১ সাল হতে শেষ পর্যন্ত এবং ২৯/০৪/২০১৯ তারিখে রিজার্ভ ডে হিসাবে ৫১নং ওয়ার্ডের বাকিপড়া সকল ভোটারদের কে স্মার্ট কার্ড দেওয়া হবে।
