নবীনগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ ধরার দায়ে জরিমানা

0
136
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ১২ জন জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ কেজি ইলিশ মাছ এবং ৫০০ মিটার জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ ও সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যগণ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন। পরে জব্দকৃত মাছ স্থানীয় দুটি আবাসিক এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল উন্মুক্ত নিলামে বিক্রয় করা হবে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ। এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি কেউ মাছ ধরে বা বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here