
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, নবীনগর পৌরসভার ও মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট আবদুল লতিফ-এর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৌরসভার উদ্যোগে রবিবার(১৭/১১) পৌরসভা কার্যালয় চত্বরে তার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নব নির্বাচিত আওয়ামীলীগ দলীয় মেয়র অ্যাডভেকেট শিব শঙ্কর দাস। বক্তারা প্রয়াত নেতার জীবন দর্শন নিয়ে আলোচনায় লতিফ ব্যক্তিটি রাজনৈতিক অঙ্গনে একটি মডেল উল্লেখ করে তার নীতি আদর্শ ও সততাকে অনুসরণ করে নবীনগরের উন্নয়নের তার স্বপ্নকে বাস্তবায়নে ঐক্যবদ্বভাবে কাজ করার আহবান জানান। বক্তব্য রাখেন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেলাল উদ্দিন ভূইয়া, জেলা আ’লীগ নেতা শাহরিয়ার বাদল,মো. জসিম উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হসেন সাদেক, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, তাজুল ইসলাম মাষ্টার, কাউন্সিলর গনি চান মোকসুদ, সাংবাদিক গৌরাঙ্গ দেব নাথ, সঞ্জয় সাহা, আ’লীগ নেতা,হোসেন মৃধা,খাইরুল আমীন, চেয়রারম্যান আলী আকবর, হারুনুর রশিদ,মোক্তার হোসেন, যুবলীগ সভাপতি সামস্ আলম,ছাত্রনেতা আবদুল্লাহ্ আল রোমান,আবদুল্লাহ আল মামুন, রাজিব, আবু সাঈদ, এনামুল প্রমূখ।






