নরসিংদীতে স্যার কৃষ্ণগোবিন্দ গুপ্তর জন্মবার্ষিকী পালিত

0
326
728×90 Banner

হলধর দাস,নরসিংদী থেকে : অবিভক্ত ভারতের বাঙালি কৃতি পুরুষ স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত ( কে. জি গুপ্ত ) এর ১৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি পাঁচদোনা স্যার কে. জি. গুপ্ত উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়।
উক্ত স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুমন কায়সার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁচদোনা স্যার কে. জি. গুপ্ত উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক ( ইংরেজী ),মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন, গিরিশ সেন মিউজিয়াম এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট গবেষক ও সমাজসেবক, খন্দকার ফয়সল আহম্মেদ।
সভায় বক্তারা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত(কে.জি গুপ্ত) এর কৃতিত্বময় শিক্ষা জীবন, সফল কর্মজীবন ও সমাজ সংস্কারে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা স্মরণ করেন। কে, জি গুপ্তের অসা¤প্রদায়িক জীবনাদর্শে অণুপ্রাণিত হয়ে সমাজ থেকে সা¤প্রদায়িকতা ও ধর্মীয় কুসংস্কার দূরীকরণে ভূমিকা রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহŸান জানানো হয় ।
উলে­খ্য, স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত ১৮৫১ খৃস্টাব্দের ২৮ ফেব্রুয়ারি নরসিংদী জেলার ভাটপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৮৬০ খ্রিস্টাব্দে তিনি পোগজ স্কুলে ভর্তি হন এবং সেখান থেকেই ১৮৬৬ সালে কৃতিত্বের সাথে এন্ট্রান্স পাশ করেন। এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য কলকাতা যান। ১৮৭২ খ্রিস্টাব্দে বিলেতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং কৃতিত্বের সাথে পাশ করেন। তিনি লিংকন্স ইন থেকে বার-এট-ল’ সম্পন্ন করেন। ১৮৭১ সালে তিনি আইসিএস উত্তীর্ণ হয়ে দেশে প্রত্যাবর্তন করেন। তিনি ছিলেন পূর্ব বাংলার প্রথম আই সি এস অফিসার। তিনি দীর্ঘ কর্মজীবনে মহকুমা প্রশাসক, জেলা প্রশাসক, আবগারি কমিশনার, বিভাগীয় কমিশনার, বোর্ড অব রেভিনিউ-এর সদস্যসহ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্¡ পালন করেন। তিনি একই সঙ্গে হাউস অব কমন্স-এর একমাত্র ভারতীয় সদস্য হিসেবে দায়িত্ব¡ পালন করেন। ১৯০৬ সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। তাঁর কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে ‘কে.সি.এস.আই’ (কহরমযঃ ঈড়সসধহফবৎ ড়ভ ঃযব ঝঃধৎ ড়ভ ওহফরধ) উপাধিতে ভূষিত করে। তিনি ছিলেন এ উপাধি প্রাপ্ত প্রথম ভারতীয় ১৯২৬ সালের ২৯ মার্চ ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী এ বাঙ্গালী কলকাতার বালীগঞ্জে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here