নড়াইলে বিশাল সুলতান মেলার উদ্বোধন চলবে ১২দিনব্যাপী

0
206
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মেলা অনুষ্ঠিত হচ্ছে।১২দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর মু. আনোয়ার হোসেন হাওলাদার ও সম্মানিত অতিথি খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান,। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান। এদিকে সুলতান মঞ্চে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এবারের মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার হোসেন হাওলাদার বলেন, চিত্রশিল্পী সুলতান তার অংকিত ছবির মাধ্যমে ভবিষ্যত সম্ভাবনাময় বাংলাদেশকে উপস্থাপন করেছেন। এদিকে সম্মানিত অতিথি খঃ মহিদ উদ্দিন বলেন, সুলতান তার চিত্রশিল্পের মাধ্যমে মানুষের বোধের গভীরতা তৈরি করেন।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন গ্রামীণ খেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। এদিকে মেলার সমাপনী অনুষ্ঠানে ‘সুলতান পদক’ প্রদান করা হবে। আগামি ২৭ জানুয়ারি মেলা শেষ হবে।
এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here