পূবাইলে অতিরিক্ত দামে সিগারেট বিক্রি

0
491
728×90 Banner

দোকানী আটক : মূচলেকায় মুক্তি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল মীরের বাজার এলাকায় ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ এর উৎপাদিত পাইলট, ডার্বি ও হলিউড সিগারেট বেশী দামে বিক্রির দায়ে ২ জন বিক্রেতাকে আটক করে পুবাইল থানা পুলিশ।
বেশ কিছু দোকানী মীরের বাজার বাইপাস ও করমতলা এলাকায় বেশী দামে সিগারেট বিক্রি করে আসছিলো। ভুক্তভোগী ভোক্তাগন এ বিষয়ে স্থানীয় পুলিশকে অভিযোগ করায় রোববার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে কারিনা স্টোর ও সুমন স্টোরে বেশী দামে সিগারেট বিক্রির সত্যতা পেয়ে দোকান মালিককে নির্ধারিত দামের চেয়ে বেশী দামে সিগারেট বিক্রির দায়ে আটক করে। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ এর অনুরোধে ও ভবিষ্যতে বেশী দামে আর সিগারেট বিক্রি করবে না মর্মে মূচলেকা প্রদান করলে তাদের ছেড়ে দেয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী পূবাইল থানার এসআই মাসুদ রানা জানান, বেশ কিছুদিন ধরে স্থানীয় সিগারেট ক্রেতাগণ অভিযোগ করেছেন যে, কারিনা স্টোরের মালিক সোনা মিয়া ও সুমন স্টোরের মালিক সুমন মুন্সী সরকার নির্ধারিত মূল্য ৪ টাকায় সিগারেট বিক্রি না করে ৫ টাকায় বিক্রি করে আসছেন। অভিযোগের প্রেক্ষিতে সত্যতা যাচাইয়ের জন্য একাধিক ক্রেতাকে উক্ত দোকানে পাঠানো হলে তারাও ৫টাকায় সিগারেট বিক্রির অভিযোগ করেন। অভিযোগ প্রমানিত হওয়ায় তারা ২ বিক্রেতা আটক করেন। তবে এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ ঘটনাস্থলে উপস্থিত থাকায় তাঁর অনুরোধ এবং ভবিষ্যতে বেশী দামে আর সিগারেট বিক্রি করবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান হলে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ এর স্থানীয় পরিবেশকের প্রতিনিধিদের অনাপত্তিতে তাদের ছেড়ে দেয়া হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here