প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ কৃষকলীগের উদ্যেগে ধানকাটার উদ্বোধন

0
333
728×90 Banner

গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষকলীগের উদ্যেগে আজ ধান কাটার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার চাষকপাড়া গ্রামের এক কৃষকের ধানের জমিতে নেমে নিজে ধান কেটে ও মাড়াই করে এ ধানকাটা-মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর আসনের সংসদ সদস্য এ্যাড উম্মে কুলসুম স্মৃতি।
এসময় তার সাথে ধান কাটায় অংশগ্রহণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান,গাইবান্ধা জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক দিপক কুমার পাল, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম। রতন,গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু,সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম,সহ কৃষকলীগের নেতৃবৃন্দ।
ধানকাটার উদ্বোধন শেষে কৃষকলীগ নেত্রী উম্মে কুলসুম স্মৃতি সাংবাদিকদের বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ব্যাপী কৃষকলীগের নেতা কর্মিদের ধান কাটতে নির্দেশনা দেয়া হয়েছে।
নেতা কর্মিরা অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেবে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন গোবিন্দগঞ্জ উপজেলার কোনো অসহায় কৃষক ধান কাটতে না পারলে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মিরা কৃষকের পাশে দাঁড়াবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here