প্রেমিকা নিয়ে বিরোধে সিয়ামকে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৬

0
50
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রেমিকা নিয়ে বিরোধে গাজীপুরে কিশোর সিয়ামকে নৃশংস হত্যা করা হয়েছিল। এ ঘটনায় জড়িত এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত মো. আরাফাতকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
হত্যার ঘটনায় অভিযুক্তরা হলো- অর্পণ সরকার জয়, সাজ্জাদ হোসেন সাজিদ, হাসিবুর রহমান টুটুল, রিয়াদ হোসেন মুন্না, মো. শাকিল এবং মো. রাকিব। তাদের সবার বাড়ি গাজীপুরের বিভিন্ন এলাকায়। রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে ২৭ এপ্রিল বিকেলে হাত-পা বাঁধা ও এলোপাতাড়ি কুপানো অবস্থায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। জেলা শহরের দক্ষিণ ছায়াবিথি ফনিরটেক নিরিবিলি মাঠ থেকে মরদেহ উদ্ধারের পর নিহতের পরিচয় জানা যায়। তার নাম সিয়াম। বাড়ি মহানগরীর সদর থানাধীন ছোট দেওড়া এলাকায়। এ ঘটনার একদিন পর থানায় মামলা হয়। হত্যার রহস্য উদঘাটনে জিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ক্লুলেস এ হত্যা মামলার রহস্য উদঘাটন হয়।
ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর, অপরাধ) রেজওয়ান আহমেদ জানান, ধানক্ষেতে থেকে সিয়ামের উদ্ধারের সময় তার হাত, পা, গলা, মুখ কাপড় দিয়ে বাঁধা এবং মুখমন্ডল সহ সারা শরীর কাটা ছিল। ঘটনার পরপরই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামানসহ সদর থানার একাধিক দল রহস্য উদঘাটনে কাজ শুরু করে। ২৯ এপ্রিল হত্যায় সরাসরি জড়িত অর্পন সরকার জয়কে সদর থানাধীন দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রেমের বিরোধ যেভাবে:
গ্রেপ্তার অর্পন পুলিশি জিজ্ঞাসাবাদে জানায়, আফিফা (ছদ্মনাম) নামে এক তরুণীর সঙ্গে ঘটনার মূল পরিকল্পনাকারী এবং হত্যায় সরাসরি জড়িত পলাতক আসামী মো. আরাফাতের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। সিয়ামকে হত্যার পাঁচদিন আগে আফিফা (ছদ্মনাম) তার আত্মীয়র বাড়ীতে বেড়াতে গেলে সেখানে সিয়ামের সঙ্গে পরিচয় হয়। এসময় তারা নিজেদের মধ্যে ফেসবুক আইডির মাধ্যমে বন্ধুত্ব করে এবং ফেসবুক ম্যাসেঞ্জারে কথা বার্তা বলতে থাকে।
অন্যদিকে আরাফাত তার প্রেমিকার ফেসবুক ম্যাসেঞ্জার নিজের মোবাইলে লগইন করে রাখায় দেখতে পায়- আফিফা ম্যাসেঞ্জারে সিয়ামের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছে। সিয়ামের সঙ্গে কথা বলায়, আরাফাত চরম ক্ষুদ্ধ্ব হয় এবং হত্যার পরিকল্পনা করে।
গত ২৬ এপ্রিল রাতে আরাফাত তার প্রেমিকার ফেসবুক ম্যাসেঞ্জার দিয়ে কৌশলে সিয়ামকে একটি নিদিষ্ট জায়গায় আসতে বলে। এসময় ঘটনাস্থলে আগে থেকে ১০/১৫ জন সেখানে অবস্থান করে। হত্যার মূল পরিকল্পনাকারী আরাফাত ও তার সহযোগীরা সিয়ামের হাত-পা বেঁধে এলোপাতাড়ি চাপাতি-সুইচ গিয়ার চাকু দিয়ে কোপাতে থাকে। পরবর্তীতে সিয়ামের মৃত্যু নিশ্চিত করে তারা সেখান থেকে চলে যায়।
যাদের গ্রেপ্তার করা হয় যখন:
পুলিশ প্রথমে সরকার জয় নামে এক যুবককে গ্রেপ্তার করে। সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরবর্তীতে সাজ্জাদ হোসেন সাজিদ, হাসিবুর রহমান টুটুল, রিয়াদ হোসেন মুন্নাকে ৩০ এপ্রিল দক্ষিণ ছায়াবিথী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার এই হত্যার ঘটনায় জড়িত মো. শাকিল ও মো. রাকিবকে বাঙ্গালগাছ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here