বিশ্বের সেরা আবেদনময়ী নারী হলেন এক সংবাদ পাঠক!

0
215
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: প্রকৃতির উষ্ণতা-শীতলতা, বাতাসের গতিবেগ জানানো যার কাজ, সে নিজেই কিনা উত্তাপ ছড়ালেন শোবিজ জগতে! হ্যাঁ, এমনটিই ঘটেছে এবারের বিশ্বসেরা আবেদনময়ী নির্বাচনে।
শোবিজ জগতের তারকাদের নিয়ে তালিকা হয় সেরা আবেদনময়ীর। মাঝে মাঝে সে তালিকায় স্থান করে নিতে দেখা যায় বিভিন্ন তারকা খেলোয়াড়কেও। কিন্তু সেসব ছাপিয়ে এবার আলোচনায় বিশ্বের সবচেয়ে আবেদনময়ী সংবাদ পাঠকের খবর।
মেক্সিকোর একটি টিভিতে আবহাওয়ার সংবাদ উপস্থাপনা করেন শখের মডেল ইয়ানেট গার্সিয়া। সম্প্রতি প্লেবয় ও টিএমজে্য ম্যাগাজিনের নজরে আসেন এই আবহাওয়া সংবাদ পাঠক। এ দুটি ম্যাগাজিন ইয়ানেট গার্সিয়াকে দিয়েছেন সেরা আবেদনময়ী আবহাওয়ার সংবাদ পাঠকের খেতাব।
পেশায় সংবাদ পাঠক হলেও গার্সিয়া মেক্সিকোর নিজ বাড়িতে চালু করেছেন একটি মডেল প্রশিক্ষণ স্কুল। সেখানে তিনি উঠতি মডেলদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। সংবাদ পাঠের পাশাপাশি তার শখের বড় একটি জায়গাজুড়ে রয়েছে মডেলিং!

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here