ভাতার আওতায় আসছে সব প্রতিবন্ধী

0
111
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হচ্ছে। এ জন্য প্রতিবন্ধীদের চিহ্নিত করার কাজ চলছে। এ পর্যন্ত ২৪ লাখ ৮১ হাজার ১৯৯ জন প্রতিবন্ধী চিহ্নিত হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধীদের সেবা ও সাহায্য কাঠামোর আইনি ভিত্তি দিতে ‘প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আইনি কাঠামো প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মন্ত্রণালয় ও পরিসংখ্যান ব্যুরোকে সমন্বিতভাবে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান এবং কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আরমা দত্ত অংশ নেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here