ভাড়াটিয়াকে বের করে দেয়া মামলায় বাড়ির মালিক শম্পা কারাগারে

0
197
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে এক মাসের বাড়ি ভাড়া দিতে না পারায় ঝড়ের রাতে তিন শিশুসহ এক দম্পতিকে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ওই বাড়ির মালিক নূর আক্তার শম্পাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার বিকেলে শম্পার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন।
এর আগে বুধবার দুপুরে এ মামলায় তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান তার বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে নুর আক্তার শম্পাকে আদালতে হাজির করেন।
আজ বুধবার শম্পার পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, কলাবাগান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সাফায়েত শরীফ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান আজ গনমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় থেকে র‌্যাব-২ এর সদস্যরা অভিযান চালিয়ে কলাবাগানের ওই বাড়ির মালিক নুর আক্তার শম্পাকে আটক করে।এরপর জিঞ্জাসাবাদ শেষে তারা শম্পাকে পুলিশের কাছে সোপর্দ করে।
তিনি আরও বলেন, ছোট দুই সন্তান ও কোলের দুই মাসের এক বাচ্চাসহ কাঁঠালবাগানের একটি বাসায় ছয় মাস আগে ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন সেলিম হোসেন ও কুলসুমা খানম নামে এক দম্পতি। কুলসুমার স্বামী সেলিম হোসেন একটি দোকানে কাজ করতেন। করোনাভাইরাসের কারণে তিনি এখন বেকার থাকায় এক মাসের ভাড়া দিতে পারেননি।রাজধানীর ৫৮/৭ নম্বর, পান্থপথ এলাকার দ্বিতীয় তলার ভাড়া থাকেন কুলসুমা খানম। একমাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের শিশুসহ তিন সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। তিন দিন পরে পুলিশের সহায়তায় বাসায় ফেরেন কুলসুমা।পরে ওই বাড়িওয়ালীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। গত ১৯ এপ্রিল রাতে ওই ভাড়াটিয়া কুলসুমা খানম বাদী হয়ে বাড়ির মালিক শম্পার বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা দায়ের করেন। তবে, এ ঘটনার পর থেকে শম্পা গা ঢাকা দিয়েছিল। মঙ্গলবার রাতে ধানমন্ডি এলাকা থেকে বাড়ির মালিক শম্পাকে গ্রেপ্তার করে র‌্যাব ।
এ ঘটনায় কলাবাগান থানার ৫৮/৭ নম্বর, পান্থপথ এলাকার ওই বাড়ির মালিক নুর আক্তার শম্পাকে আটক করা হলেও তার স্বামী এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে আইনশৃংখলাবাহিনী সদস্যরা অভিযান চালাচেছন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here