
ডেইলি গাজীপুর প্রতিবেদক :যমুনা টিভি’র গাজীপুরের স্টাফ রির্পোটার পলাশ প্রধানের মা সাকিলা বেগম ( ৬০) আজ রোববার রাত ৭টায় ইন্তেকাল করেছেন ( ইন্না ——-রাজেউন )। মৃত্যুকাল তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ নাতী নাতনী আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন । আজ রাত ১১ টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, টঙ্গী পূর্ব থানার পিছনে মরহুমার জানাজা’র নামাজ অনুষ্ঠিত হবে। মরহুমাকে গ্রামের বাড়ী কুমিল্লার হোমনায় দাফন করা হবে।
তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল ও গাজীপুর মহানগর জাতীয় পার্টির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদ সিদ্দিকী পৃথক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত সাংবাদিক পলাশ প্রধান ও তার পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।






