রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আইটি বিশেষজ্ঞকে অপহরনের অভিযোগ

0
214
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্জল এলাকা থেকে আইটি বিশেষজ্ঞ আতাউর রহমান শাহীন (৩৮)কে মাইক্রোবাসে করে তুলে নিয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত আইটি বিশেষজ্ঞ শাহীন এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এঘটনায় আতাউর এর পরিবারের পক্ষ থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অপহরনের ঘটনায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ইদি মধ্যে সংগ্রহ করেছেন। অপহৃত আতাউর রহমান শাহীন বেঙ্গল গøাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সংশ্লিষ্ট থানা পুলিশ শাহীনকে উদ্বারের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচেছন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার আকিজ হাউজ অফিসের সামনে ফুটপাত এ অপহরনের ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন খান আজ শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও অপহৃত আইটি বিশেষজ্ঞ শাহীনের আগ্নীয় মো. মঞ্জু জানান, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের আকিজ হাউজে কাজ করতে যান আইটি বিশেষজ্ঞ আতাউর রহমান শাহীন (৩৮) ও তার সহকর্মী মো: ফারুক হোসে। সেখান থেকে তিনি এবং তার এক সহকর্মী রাত ৭ টা ২২ মিনিটে একসঙ্গে বের হন। তারা ফুটপাতে দাঁড়িয়ে পাঠাও অ্যাপসে রিকোয়েস্ট দেন। ফারুকের রাইডার আগে চলে আসলে তিনি চলে যান। তখন শাহীন ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এসময় ফুটপাতের সামনে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসময় তিনজন লোক এসে তার পেছনে দাঁড়ায় এবং কোন কিছু বুঝে উঠার আগেই কৌশলে মাইক্রোবাসটির ভেতর থেকে একজন দরজা খোলে এবং শাহীনের পেছনে দাঁড়ানো তিন লোক তাকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে শাহীনের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
তেজগাঁও শিল্পঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী হোসেন খান আজ বলেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। বিষয়টি রহস্যজনক বলে মনে হচেছ।
তেজগাঁও শিল্পঞ্চল থানার ডিউটি অফিসার মো. ফারুক আজ জানান, ঘটনার পর আকিজ হাউজের সামনে থেকে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ইতি মধ্যে সংগ্রহ করেছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন অফিসারদেরকে অবহিত করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে এখন কাজ করছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here