রাজধানীর নাখালপাড়ায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুই জন নিহত

0
177
728×90 Banner

এস.এম.মনির হোসেন জীবন : রাজধানীর তেজগাঁও থানার নাখালপাড়া এলাকায় রেললাইন পারাপারের সময় ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় ও নিচে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। নিহতরা হলেন- তাসলিমা বেগম (৩৭) ও মো: নাদিম (২৭)।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নাখালপাড়া বড় মসজিদ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল হাসান আজ মঙ্গলবার দুপুরে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁও থানার নাখালপাড়া বড় মসজিদ সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন তাসলিমা ও নাদিম। এসময় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ছেড়ে যাওয়া তিতাস একপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে এক নারী ও এক পুরুষ রয়েছেন।
ঢাকা কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল আজ বলেন, ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন। তারা নাখালপাড়া এলাকায় বসবাস করতেন। তাদের দুইজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। বিস্তারিত পরে জানানো হবে।
জিআরপি থানা পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্বার করে আজ দুপুরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় আইননানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here