র‌্যাব থেকে বিদায় নিলেন আবদুল্লাহ আল-মামুন

0
50
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারির মাধ্যমে আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের ইনসপেক্টর জেনারেল (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি র‌্যাব মহাপরিচালকের দায়িত্বভার শেষ করলেন। শনিবার তিনি বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
র‌্যাবের মহাপরিচালক হিসেবে দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার দুপুরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারির মাধ্যমে আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের ইনসপেক্টর জেনারেল (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি র‌্যাব মহাপরিচালকের দায়িত্বভার শেষ করলেন। শনিবার তিনি বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২০ সালের ১৫ এপ্রিল করোনা মহামারির সময় র‌্যাব মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনায় র‌্যাব ফোর্সেস অনন্য সাফল্য দেখায়। পাশাপাশি অপরাধ দূরীকরণে বিভিন্ন সৃষ্টিশীল ও গঠনমূলক পদক্ষেপের কারণে এই বাহিনী দেশের সব মানুষের প্রশংসা কুড়ায়।
অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি র‌্যাব দেশব্যাপী প্রশংসিত হয়। তিনি জঙ্গিদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগ নেন, যা ছিল একটি যুগান্তকারী ও সময়োপযোগী পদক্ষেপ।
র‍্যাব মহাপরিচালক নানামুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কিশোর অপরাধকে সামাজিকভাবে প্রতিরোধে উদ্যোগী হন। তাতে সফলও হয়েছেন। আভিযানিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত আধুনিকায়নের লক্ষ্যে তিনি র‌্যাব ফোর্সেসে বিভিন্ন উন্নত প্রযুক্তি সংযোজনেরও ব্যবস্থা করেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র‌্যাবে যোগদানের পর থেকেই বিভিন্ন উন্নয়নমুলক কাজ ত্বরান্বিত করেন। তিনি ফোর্স ব্যারাক, ফোর্স মেস, হাসপাতাল, ডেন্টাল ইউনিট, জিমনেসিয়াম, অতিথিশালাসহ অসংখ্য উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।
এছাড়াও র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন ও কোম্পানি পর্যায়ে নতুন নতুন স্থাপনা নির্মাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here