
রিমন পালিত, বান্দরবান প্রতিনিধিঃ “সুস্থ সবল দেহ-মন, গর্ব আমরা আজীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় কিশোর কিশোরীর স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন মঙ্গলবার বাংলাদেশ শিশু উন্নয়ন বিষয়ক ফাউন্ডেশন এর উদ্যোগে লামার গজালিয়া ইউনিয়ন পরিষদে দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়।
পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি হ্যসিরাম এিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি মংসুইহ্লাম চৌধুরী, গজালিয়া ইউনিয়নের ইউপি মহিলা সদস্য জাতেরুং ত্রিপুরা সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দ সকলের সামনে কিশোর-কিশোরীদের মুক্ত মতামত এর ব্যবস্থা করে দেন। অতিথিরা জানান মুক্ত মতামতের মাধ্যমেই এ নবদম্পতি কিশোর কিশোরীরা পারবে তাদের সকল বাধা বিপত্তিকে সকলের সামনে তুলে ধরতে। কারণ দেখা যায় বেশিরভাগ সময়ে নবদম্পতি কিশোর-কিশোরীরা তাদের শারীরিক পরিবর্তনের অনেক কিছু তাদের পরিবার বন্ধু-বান্ধব এবং সহকর্মী কাছ থেকে লুকাতে চেষ্টা করে যা পরবর্তীতে তাদের জন্য বিপদজনক হুমকির সম্মুখীন হয়।
অতিথির আরো বলেন আজকের প্রজন্মই সামনের সকল কিছুকে দিকনির্দেশনা দিয়ে পরিচালনা করবে। তাই আমাদের সকলের উচিত সুষ্ঠু সুন্দর ভাল একটি পরিবেশে তাদেরকে গড়ে ওঠার জন্য সহযোগিতা করা। যাতে তারা পরবর্তীতে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরে দেশেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। অনুষ্ঠানে অতিথিরা সকল কিশোর কিশোরীকে শরীর স্বাস্থ্য বিষয়ে নানা রকম জ্ঞান মূলক অনেক দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এবং যাতে তারা এই নির্দেশনা ও পরামর্শ অনুসরণ করে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য এই নির্দেশনা অনুসরণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানান।






