বান্দরবানে স্বেচ্ছাসেবক লীগের ১২ নেতাকর্মী বহিষ্কার

0
219
728×90 Banner

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধিঃ বিভিন্ন সংগঠন বিরোধী কার্যকলাপ ও ঠিকাদার এর উপর হামলার কারণে বান্দরবানে স্বেচ্ছাসেবক লীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বান্দরবান স্বেচ্ছাসেবক লীগ ও সকল রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
১৮ ই জুন মঙ্গলবার রাতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্তে উপনীত হয় বান্দরবানে রাজনৈতিক অঙ্গনের সকল নেতৃবৃন্দ। বান্দরবানের সকল উর্দ্ধতন রাজনীতিবিদরা জানান যে আমরা বান্দরবানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের আদর্শকে অনুসরণ করে সুনামের সাথে বান্দরবানে রাজনীতি করে যাচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষের জন্য এই রাজনৈতিক অঙ্গনে সুনাম টাকে মানুষ ঘৃণার চোখে দেখবে।
তারা আরো জানান আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী শেখ শেখ হাসিনার সকল কার্যক্রম কে অনুসরণ করে বান্দরবান কে অন্যান্য প্রত্যেক জেলা থেকে আলাদা করে তুলে ধরার চেষ্টা করছি, যারা আমাদের এই সুনামটা নষ্ট করে বান্দরবানের রাজনৈতিক অঙ্গনে কালিমার দাগ দিবে তাদেরকে আমরা এ রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়ার যোগ্য বলে মনে করি না।
উল্লেখ্য যে বান্দরবানে স্বেচ্ছাসেবক নেতা ফারুক আহমেদ ফাহিমের নেতৃত্বে বান্দরবানের নীলাচল সড়কে এক ঠিকাদারকে গুরুতর ভাবে পিটিয়ে রক্তাক্ত করে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্দ বান্দরবান আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।
তারা জানান যারা আমাদের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর কে ভালোবাসে না তারা এ ধরনের অসামাজিক দল বিরোধী কাজ করে দলের সুনাম এবং রাজনৈতিক অঙ্গনের সুনাম ক্ষুন্ন করে,, সকলের সম্মতিক্রমে দলের সুনাম রক্ষার স্বার্থে তাদেরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বান্দরবানের রাজনীতিক অঙ্গ সংগঠনের সকল উদ্বোধন ব্যক্তিবর্গ।
মঙ্গলবার বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিস্কারের তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন মোহাম্মদ ফারুক আহমেদ ফাহিম, সোহাগ, রিমন, মুন্না, ভান্ডারী, মোহাম্মদ সোহেল, মোঃ সোহাগ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ ফিরোজ, বেলাল, ও বাপ্পি
বহিষ্কারের বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক আহমেদ ফাহিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান নীলাচল সড়কে তিনি তার পরিবার নিয়ে বেড়ানোর সময় তার বোনকে ঠিকাদার কটুক্তি কথা বলে, তাই তিনি তার প্রতিবাদ জানান আর সে কারণে তাকে আজ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান সামান্য ভুল বোঝাবুঝির কারণে এটি হয়েছে আর ঠিকাদার তার বোনকে কটুক্তি কর কথা বলেছে তাই তিনি এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু তিনি তার দলকে ভালবাসেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here