লালমনিরহাটে মসজিদ সংস্কার কাজে বাধা দিলেন ভারতীয় বিএসএফ

0
245
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বড়খাতা দোলাপাড়া সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বড় মসজিদের দ্বিতীয় তালায় জানালার থাই গ্লাস ও গ্রিল লাগাতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তা বাধা প্রদান করেন। এ ঘটনার পর থেকে বিএসএফের নজরদারী ও টহল জোরদান করেছেন সীমান্তে।
শনিবার সকাল ১১ টায় আবারও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে জানালার থাই গ্লাস ও গ্রিলের কাজ বাধা দেয় শিতলকুচি থানার অমিত ক্যাম্পের বিএসএফের একটি টহল দল। এর আগে শুক্রবার জুমার নামাজের সময় বিএসএফের একটি টহল দল কাজে বাধা দিলে এলাকায় উত্তোজনা বিরাজ করে।
এলাকাবাসী জানান, এ ঘটনার পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই সীমান্তে ব্যাপক টহল বৃদ্ধি ও মসজিদের উপর নজরদারী করেছেন। এ ঘটনার পর থেকে মুসল্লিদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। প্রতি শুক্রবার এ মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে শত-শত নারী-পুরুষ বিভিন্ন নিয়তে নামাজ পড়তে আসেন। এর আগে ভারতীয় মুসলিমরাও নামাজ আদায় করতে আসতেন। কাঁটাতারের ব্যাড়া নির্মানের পর থেকে তা বন্ধ হয়ে যায়।
ওই এলাকার ফজলার রহমান বলেন,বড়খাতা দোলাপাড়া সীমান্ত এলাকায় কেরামতিয়া বড় মসজিদের দুই তলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে শুধু জানালার থাই গ্লাস ও গ্রিল নির্মানের কাজ বাকী রয়েছেন। তিনি আরও জানান, নির্মিত মসজিদ ভারতে সীমান্ত থেকে প্রায় ২০ মিটার দুরে রয়েছে তার পরও ভারতীয় বিএসএফ বার বার কাজে বাধা প্রদান করেন।
দোলাপাড়া মসজিদ কমিটির সভাপতি ও বড়খাতা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান বলেন, আজ শনিবার সকাল ১১ টায় আবারও ভারতীয় বিএসএফের একটি টহল দল মসজিদের জানালার জন্য থাই গ্লাস ও গ্রিল নির্মানের কাজ বন্ধ করতে বলে। তাই আমরা কাজ বন্ধ রাখছি।
এর আগেদুই দেশের অনুমতি নিয়ে মসজিদ নির্মাণ হয়েছে। নির্মাণের আগে ভারতীয় বিএসএফ বিভিন্ন কথা বলে নির্মাণ কাজে বাধা দেয় এর ২০১১ সালে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ে বৈঠকের পর আস্তে আস্তে মসজিদ নির্মান কাজ শেষ হয়।
রংপুর ৬১ বিজিবির বড়খাতা দোলাপাড়া বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম মোল্লা জানান, বিজিবির উর্দ্ধতন কতৃকপক্ষ আজ শনিবার বিকেলে পরিদর্শনে আসবেন। মসজিদের জানালার থাই গøাস ও গ্রিল লাগানোর বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।
প্রসঙ্গত, হাতীবান্ধার উপজেলার দোলাপাড়া সীমান্ত এলাকায় শত শত বছর পুর্বে এক দরবেশ বসবাস করতেন। দরবেশের মৃত্যুর পর তাকে মসজিদের পাশেই সমাহিত করা হয়। পরে মসজিদটি বড় আকারে নির্মাণ করা হয়। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় মসজিদ ও মাজারটি সীমান্তের জিরো লাইনে (নো ম্যান্স ল্যান্ড) পড়ে। দরবেশ হুজুরের মাজার পাশে মসজিদ নির্মিত হয়। মসজিদের নামকরন করা হয় দোলাপাড়া কেরামতিয়া বড় মসজিদ। এ মসজিদে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো নারী-পুরুষ বিভিন্ন নিয়তে নামাজ পড়তে আসেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here