শেষ হলো বিএসি’র দক্ষ প্রশিক্ষক তৈরির তিন দিনের কর্মশালা

0
312
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিএসি’র আয়োজনে উচ্চশিক্ষার মানোন্নয়নে ”শিখন ফলভিত্তিক কারিকুলাম তৈরি ও মূল্যায়ন” শীর্ষক তিন দিনের কর্মশালা শেষ হল। রাজধানীর মহাখালিস্থ বিএসি কার্যালয়ে ১ মার্চ রবিবার থেকে শুরু হওয়া কর্মশালাটি চলে ৩ মার্চ সোমবার পর্যন্ত। শেষ দিন ”বহি:মূল্যায়ন মান” সম্পর্কিত বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ^বিদ্যালয়ের প্রায় একশ (১০০) জন অধ্যাপক প্রশিক্ষন গ্রহণ করেন। প্রশিক্ষণপ্রাপ্তগণ পরবর্তীতে ”শিখন ফলভিত্তিক কারিকুলাম তৈরি ও মূল্যায়ন” এর প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব পালন করবেন। উক্ত কর্মশালায় নিউজিল্যান্ডের ম্যাসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. টিম পারকিনসন প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন। বিএসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় কাউন্সিলের সকল পূর্নকালীন সদস্য ও সচিব অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, আজকের এ প্রশিক্ষণের মধ্য দিয়ে উচ্চ শিক্ষার সকল প্রতিষ্ঠান বিশেষভাবে উপকৃত হবে। উচ্চ শিক্ষার মান বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ নিয়মিতভাবে চলবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here